TRENDING:

অসুস্থ বাজপেয়িকে দেখতে হাসপাতালে রাহুল গান্ধি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সঙ্গে দেখা করতে পৌঁছলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ সোমবার সকালেই এই অসুস্থ প্রবীণ রাজনীতিবিদকে এইমস-এ ভর্তি করা হয়। বিজেপির তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থ বাজপেয়িকে রুটিন চেকআপের জন্যই হাসপাতালে আনা হয়েছে ৷ শুধু রাহুল গান্ধিই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহও দলের প্রবীণ এই নেতার স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে যান।
advertisement

হাসপাতাল সূত্রে খবর, ৯৩ বছরের এই বর্ষীয়ান নেতা এইমসের অধিকর্তা রণদ্বীপ গুলোরিয়ার পর্যবেক্ষণে রয়েছেন ৷ বিজেপি-র সদস্যরা জানিয়েছেন, বাজপেয়ীর স্বাস্থ্যের রুটিন কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাঁকে এইমস-এ রাখা হয়েছে ৷

আরও পড়ুন

মহিলাদের উত্যক্ত করলেই খেতে হবে হাই ভোল্টেজ ঝটকা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০০৯ সালে নাগপুরে দলের একটি শীর্ষ সভায় শুরুর আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বাজপেয়ি ৷ তারপর থেকে সেভাবে রাজনীতির কাজে যুক্ত থাকতে দেখা যায়নি অটল বিহারী বাজপেয়িকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অসুস্থ বাজপেয়িকে দেখতে হাসপাতালে রাহুল গান্ধি