TRENDING:

Rahul Gandhi: অমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল, বড় ঘোষণা উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতির

Last Updated:

অমেঠি এবং কংগ্রেস ভারতীয় রাজনীতিতে প্রায় সমর্থক হয়ে উঠেছিল৷ চার বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন রাজীব গান্ধি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেনারস: ২০১৯-এ হারের মুখ দেখতে হয়েছিল৷ কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি অমেঠি থেকেই ভোটে লড়বেন৷ এমনই দাবি করলেন উত্তর প্রদেশের নতুন কংগ্রেস সভাপতি অজয় রায়৷ প্রিয়ঙ্কা গান্ধিও উত্তর প্রদেশ থেকে ভোটে লড়তে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷
রাহুল গান্ধি।
রাহুল গান্ধি।
advertisement

গত লোকসভা নির্বাচনে অমেঠি কেন্দ্রে বিজেপি-র স্মৃতি ইরানির কাছে হারতে হয়েছিল রাহুল গান্ধিকে৷ যদিও কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হন তিনি৷ তবে ২০২৪-এ রাহুল ওয়ানাডেও লড়বেন কি না, সে প্রশ্নের উত্তর জানা যায়নি৷

অমেঠি এবং কংগ্রেস ভারতীয় রাজনীতিতে প্রায় সমর্থক হয়ে উঠেছিল৷ চার বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন রাজীব গান্ধি৷ একবার অমেঠির সাংসদ নির্বাচিত হন সনিয়া গান্ধি৷ এর পর ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত তিন বার অমেঠির সাংসদ হিসেবে জয়ী হন রাহুল৷ কিন্তু ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে হেরে যান রাহুল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাহুল গান্ধি অমেঠি থেকে না লড়লে লোকসভা ভোটে তাঁকে আক্রমণের সহজ অস্ত্র পেয়ে যেত বিজেপি৷ হারের ভয়েই রাহুল অমেঠিতে লড়ছেন না, এমন তত্ত্ব খাঁড়া করত গেরুয়া শিবির৷ আবার লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ফল বরাবরণই নির্ণায়ক হয়ে দাঁড়ায়৷ রাহুল নিজে উত্তর প্রদেশ থেকে লড়লে দলের নেতা, কর্মীরাও উজ্জ্বীবিত হবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: অমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল, বড় ঘোষণা উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল