ভারতীয় সংস্থাগুলির স্বার্থ রক্ষায় কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধি৷ শুধু তাই নয়, এফডিআই নীতি সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই মন্দার সুযোগ নিয়ে বিদেশি সংস্থাগুলি ভারতীয় সংস্থাগুলির উপর দখলদারি বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাহুল৷ জাতীয় সংকটের সময় যাতে বিদেশি সংস্থাগুলি ভারতীয় সংস্থাগুলির মালিকানা নিয়ে না নিতে পারে, কেন্দ্রীয় সরকারকে সেই আবেদনও করেছিলেন কংগ্রেস সাংসদ৷
advertisement
কেন্দ্রীয় সরকার এফডিআই নীতি পরিবর্তন করার ফলে এবার থেকে ভারতের সীমান্ত লাগোয়া সব দেশ এবং সেখানকার নাগরিককেই নির্দিষ্ট ভারতীয় সংস্থায় বিনিয়োগ করতে গেলে তা কেন্দ্রীয় সরকারের গোচরে এনে অনুমতি নিতে হবে৷ তবে চিনা আগ্রাসনের কথা মাথায় রেখেই যে কেন্দ্রের এই পদক্ষেপ, তা বলার অপেক্ষা রাখে না৷ এতদিন শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য এই নিয়ম কার্যকর ছিল৷
সরকারের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে রাহুল লিখেছেন, 'আমার সতর্কবার্তায় সাড়া দিয়ে নির্দিষ্ট কিছু ক্ষেত্রের সংস্থাগুলিতে বিদেশি বিনিয়োগের জন্য নীতি সংশোধন করেছে সরকার৷ এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই৷