রাহুল গান্ধি, দলের সভাপতির দায়িত্ব নেওয়ার এক বছর পর, প্রথমবার বড় জয় পেল কংগ্রেস। ব্যাকফুটে নরেন্দ্র মোদির দল। আর এই অক্সিজেন পেয়েই আস্তিন গুটিয়ে ময়দানে নেমে পড়লেন রাহুল গান্ধি। স্পষ্ট করে দিলেন দলের ভিশন।
এ দিনের সাংবাদিক সম্মেলনে তিনি কংগ্রেসের আগামী রূপরেখার ব্লু প্রিন্ট তুলে ধরলেন ৷ অর্থাৎ দেশ নিয়ে কংগ্রেস কী ভাবছে তা নিয়ে বিস্তারিত জালালেন রাহুল ৷ তিনি তুলে ধরেন লক্ষ্যমাত্রা ৷ কোন কোন বিষয়গুলি নিয়ে প্রথমে কাজ করা হবে তা জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ৷
advertisement
দেশের একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকারত্ব ৷ যুব সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যাপক অভাব ৷ আর সেই কারণে রাহুল গান্ধি জানিয়েছেন, তাঁদের প্রথম লক্ষ্যই হল যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান করা ৷ এরপরের লক্ষ্যটি কৃষিকাজ এবং কৃষকদের কথা মাথায় রেখেই ৷ কী করে দেশের কৃষকদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় ৷ সেই দিকটিও দেখতে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখতে হবে ৷ কী করে কৃষিকাজ দেশীর অর্থনীতিতে একটি নির্নায়ক ভূমিকা নেবে ৷ তৃতীয় লক্ষ্যটি হল-দুর্নীতিকে কী করে দেশ থেকে দূর করা যায় ৷ সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া ৷ একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, দেশীয় অর্থনীতির দিকটিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷ যাতে দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করা যায় ৷ কিছু কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় কার্যকলাপের জন্য দেশীয় অর্থনীতিকে ধাক্কা লেগেছে বলেও এদিন বিরক্তি প্রকাশ করেন রাহুল ৷ তাঁর মতে অর্থনীতির কিছু কিছু ক্ষেত্র বেশ ভাল কাজ করেছে ৷ তবে জিএসটি এবং নোটবন্দিকে তিনি খারাপভাবে লাগু করা বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ৷