আর এবার অন্য ভূমিকায় প্রাক্তন কংগ্রেস সভাপতি। সম্প্রতি রাহুল গান্ধী ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ওয়েনাড়ের প্রাক্তন সাংসদের নয়া চমক। ২২মে দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন রাহুল। সোমবার রাতে একটি ট্রাকে চড়েন তিনি। চালকের পাশের আসনে বসতে দেখা গিয়েছে তাঁকে। খোশমেজাজে চালকের সঙ্গে গল্পও করেছেন কংগ্রেস নেতা।
আরও পড়ুন : Congress to Kejriwal: চা-পকোড়া নিয়ে আলোচনায় বসে আমলাদের সঙ্গে সমস্যা মেটান, পরামর্শ কেজরীওয়ালকে
advertisement
কংগ্রেসের সোস্যাল মিডিয়া সেলের ইনচার্জ সুপ্রিয়া শ্রিনাতে-র দাবি, এ বার তিনি ট্রাকচালকদের কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন। দেশে নব্বই লাখ ট্রাক চলাচল করে। এবার পণ্য বহনকারীদের নানা সমস্যার কথা তিনি যাওয়ার পথে শুনেছেন। যে হেতু রাতেই ট্রাক চালাতে হয় বেশি, তাই রাতের ট্রাকে বসে সেই অভিজ্ঞতার কথা শুনেছেন রাহুল।
দলীয় সূত্রের দাবি, রাহুল সিমলা যাচ্ছিলেন সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে। শৈলশহরে মায়ের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য যাচ্ছিলেন তিনি। আর এই যাত্রাপথে তিনি গাড়ি ছেড়ে একটি ট্রাকে চড়েন। হরিয়ানায় জাতীয় সড়কের ধারে একটি ধাবায় নেমে প্রথমে তিনি ট্রাকচালকদের সঙ্গে কথা বলেন। তাঁদের কথা শোনেন। এর পরই রাহুল একটি ট্রাকে উঠে চালকের পাশের আসনে গিয়ে বসেন।
হরিয়ানা পুলিশ সূত্রে জানা গিয়েছে. ট্রাকে যাওয়ার পথে তিনি ভোর সাড়ে চারটে নাগাদ আম্বালায় একটি গুরুদোয়ারায় কাছে নেমে সেখানে প্রণাম করে শ্রদ্ধা জানান। তারপর লঙ্গরখানায় গিয়ে চা খান। এরপর অন্য একটি ট্রাকে চড়েন। যে ভিডিও দেখে উচ্ছসিত কংগ্রেস নেতৃত্বের দাবি. ট্রাক চালকদের সমস্যার কথা শোনা, ট্রাকে যেতে যেতে তাঁদের অভিজ্ঞতা জানা, একমাত্র রাহুল গান্ধীর পক্ষেই সম্ভব।