TRENDING:

পাকিস্তানও ভাল ভাবে করোনাকে সামলেছে, মোদি সরকারকে তীব্র কটাক্ষ রাহুলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ তাদের পূর্বাভাসে জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হবে৷ এই তথ্যকে সামনে রেখেই ফের একবার নরেন্দ্র মোদি সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে কটাক্ষ করে তিনি লিখেছেন, 'এটা বিজেপি সরকারের আরও একটি দুর্দান্ত সাফল্য৷'
advertisement

একই সঙ্গে করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন রাহুল৷ তিনি দাবি করেছেন, ভারতের তুলনায় পাকিস্তান এবং আফগানিস্তানও করোনা অতিমারিকে অনেক ভাল ভাবে সামাল দিয়েছে৷

নিজের ট্যুইটে একটি চার্টও প্রকাশ করেছেন রাহুল গান্ধি৷ যেখানে ২০২০-২১ অর্থবর্ষে মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চিন, আফগানিস্তান, পাকিস্তানের পাশাপাশি ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ ওই পূর্বাভাস অনুযায়ী, ভারতের অর্থনীতির ১০.৩ শতাংশ সঙ্কোচন হতে চলেছে, যা এই দেশগুলির মধ্যে সবথেকে বেশি৷

advertisement

বুধবারও আইএমএফ-এর পূর্বাভাসকে হাতিয়ার করেই কেন্দ্রকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধি৷ আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, এই অর্থবর্ষেই মাথাপিছু জিডিপি-র নিরিখে ভারতকে টপকে যাবে বাংলাদেশ৷ রাহুল কটাক্ষ করে লেখেন, 'এই দুর্দান্ত সাফল্য বিজেপি-র ঘৃণায় ভরা উগ্র জাতীয়তাবাদী সংস্কৃতির ফল৷'

advertisement

মঙ্গলবার আইএমএফ-এর প্রকাশিত ওয়ার্ল্ড আউলুক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে ভারতে মাথাপিছু জিডিপি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হয়ে ১,৮৭৭ ডলারে দাঁড়াতে পারে৷ গত জুন মাসে আইএমএফ নিজেদের পূর্বাভাসে জানিয়েছিল, ভারতের জিডিপি ৪.৫ শতাংশ কমতে পারে৷ সেখানে চলতি আর্থিক বছরে বাংলাদেশের মাথা পিছু জিডিপি বেড়ে হতে পারে ১,৮৮৮ ডলার৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে পূর্ভাবাসে অবশ্য একই সঙ্গে দাবি করা হয়েছে, ২০২১ সালেই ৮.৮ শতাংশ বৃদ্ধি নিয়ে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি৷ সেখানে চিনের সম্ভাব্য বৃদ্ধির হার ধরা হয়েছে ৮.২ শতাংশ৷ এই পূর্বাভাস মিলে গেলে আগামী বছরই চিনকে টপকে বিশ্বে সবথেকে দ্রুত বেড়ে চলা বাজারগুলির মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধির শিরোপা ফের দখল করবে ভারত৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তানও ভাল ভাবে করোনাকে সামলেছে, মোদি সরকারকে তীব্র কটাক্ষ রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল