TRENDING:

‘CAA দ্বিতীয় নোটবন্দি’, রাহুলের নিশানায় ফের মোদি

Last Updated:

নোটবন্দির থেকেও বেশি দেশের ক্ষতি করবে সিএএ, দাবি রাহুল গান্ধির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে CAA নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সরব রাহুল গান্ধি ৷ নোটবন্দির থেকেও বেশি দেশের ক্ষতি করবে সিএএ, দাবি রাহুল গান্ধির। এর জেরে গরীব মানুষদের এমন ক্ষতি হতে চলেছে যে তারা নোটবন্দিও ভুলে যাবে ৷
advertisement

পাশাপাশি ডিটেনশন ক‍্যাম্প নিয়েও নিজের বক্তব‍্যে অনড় থাকলেন রাহুল। শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে যান রাহুল গান্ধি। সম্প্রতি প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের কোথাও কোনও ডিটেনশন সেন্টার নেই। বৃহস্পতিবার ট্যুইটে রাহুল গান্ধি দাবি করেন, ডিটেনশন ক‍্যাম্প নিয়ে মিথ‍্যা বলছেন প্রধানমন্ত্রী। অসমের গোয়ালপাড়ায় ডিটেনশন ক‍্যাম্পে রয়েছে বলে ট্যুইট করেন তিনি ৷ শনিবারও নিজের সেই বক্তব‍্যে অনড় থাকলেন রাহুল।

advertisement

বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভিডিও ট্যুইট করেন রাহুল। ভিডিওটি অসমের মাটিয়ায় ডিটেনশন ক্যাম্পের। সঙ্গে দিল্লির রামলীলা ময়দানে মোদির ভাষণের একাংশ। যেখানে দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই বলে বুক ঠুঁকে বলেছিলেন প্রধানমন্ত্রী।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

মিথ্যা খবর ছড়ানোর জন্য, কংগ্রেস ও শহুরে নকশালদের তোপও দেগেছিলেন। অসমের ডিটেনশন ক্যাম্পের ছবি দেখিয়ে, এবার মোদিকেই পাল্টা মিথ্যেবাদী প্রমাণের কৌশল নিলেন রাহুল। যদিও দেশে কোনও ডিটেনশন ক্যাম্পের অস্বিত্ব স্বীকার করতে নারাজ গেরুয়া শিবির।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘CAA দ্বিতীয় নোটবন্দি’, রাহুলের নিশানায় ফের মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল