আজ সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধীদের তীব্র আক্রমন করেছেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ। এই রায়ে সত্যের জয় হয়েছে ও শীর্ষ আদালতের রায় মিথ্যাবাদীদের মুখে থাপ্পড় মেরেছে, মন্তব্য অমিত শাহের।
ইচ্ছাকৃতভাবে জনগণকে বোকা বানানোর চেষ্টা হয়েছিল ও তাঁর জন্য মিথ্যের রাজনীতির আশ্রয় নিতে দ্বিধাবোধ করেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, দাবি শাহের। এর পাশাপাশি তিনি জানিয়েছেন স্বাধীন ভারতে এতবড় মিথ্যাচার আগে হয়নি ও সেই কারণে ভারতীয় সেনা ও দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ রাহুল গান্ধির।
রাফাল নিয়ে যে অভিযোগগুলি করেছিলেন রাহুল তার সূত্র কী তা দেশবাসীকে জানানো উচিৎ রাহুলের।
দুর্নীতির প্রমাণ থাকলে সুপ্রিম কোর্টে যাননি কেন রাহুল, প্রশ্ন অমিত শাহের । রাজনীতির জন্য দেশের সুরক্ষাকে সংকটে ফেলেছেন রাহুল। এছাড়াও দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল একটি দুর্নীতির আখড়া ও সেই কারণেই বারবার মিথ্যা অভিযোগ আনছে কংগ্রেস।‘চৌকিদার চোর’— রাফাল ইস্যুতে এই স্লোগান তুলে লাগাতার প্রচার চালিয়েছেন রাহুল। এবার চোরেরা একজোট হয়েছে ও সেই চৌকিদারকেই চোর বানানোর চেষ্টা চলছে, কটাক্ষ করেছেন শাহ।