TRENDING:

Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: ‘খুব ভাল সম্পর্ক, দ্রুত আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’, মমতাকে নিয়ে বললেন রাহুল

Last Updated:

Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: এ দিন গুয়াহাটি সীমান্ত দিয়ে ভারত জোড়ো যাত্রা প্রবেশের সময়েই অসমের পুলিশ বাধা সৃষ্টি করে৷ সেখানে গোলমালের সৃষ্টি হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: অসমে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি সেরে সাংবাদিক বৈঠক থেকে জোট নিয়ে বার্তা দিলেন রাহুল গান্ধি৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে জোট নিয়েও স্পষ্ট বার্তা দিলেন তিনি৷ বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ও আমার দলের খুব ভাল সম্পর্ক আছে৷ এখন আমাদের আসন বণ্টনের প্রক্রিয়া চলছে৷ খুব দ্রুত আমরা সেটা থেকে সমাধানে পৌঁছে যাব৷ এটা নিয়ে চিন্তার কিছু নেই৷ হতে পারে, কখনও আমাদের দলের কেউ কিছু একটা বলে ফেলেন, কখনও ওঁদের দলের কেউ বলে ফেলেন, এমনটা হতেই পারে৷ এ নিয়ে চিন্তার কিছু নেই৷’
ছবি - পিটিআই
ছবি - পিটিআই
advertisement

এ দিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বললেন, ‘আপনারা দেখলেন, কী ভাবে আমাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হল৷ ওরা আমাদের কর্মসূচিতে যত বাধা সৃষ্টি করবে, ততই আমাদের লাভ৷ আমি তো চাইছি ওরা বারংবার বাধা সৃষ্টি করুক৷ দেখুন, আমাদের কলেজে পড়ুয়াদের সঙ্গে কথা বলার কথা ছিল৷ আমাদের সেই অনুষ্ঠান করতে দিল না, আমরা অনুষ্ঠান বাইরে করলাম৷ সেখানে সব পড়ুয়ারা বার হলেন, এতে তো ভাল হল৷’

advertisement

এ দিন গুয়াহাটি সীমান্ত দিয়ে ভারত জোড়ো যাত্রা প্রবেশের সময়েই অসমের পুলিশ বাধা সৃষ্টি করে৷ সেখানে গোলমালের সৃষ্টি হয়৷ আর তাতেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বাঁধে কংগ্রেসের৷ সেখানে, ব্যারিকেড ভেঙে ফেলা হয়৷ হাজার পাঁচেক কংগ্রেস সমর্থকদের সঙ্গে এই গোলমালে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই কর্মসূচির পরের সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধি বলেন, ‘আমরা আগের ভারত জোড়ো যাত্রা যখন শুরু করেছিলাম, তখন ওঁরা ভেবেছিলেন, এর কোনও প্রভাবই পড়বে না৷ দক্ষিণ ভারত থেকে যখন ধীরে ধীরে যাত্রা উত্তর ভারত হয়ে কাশ্মীরে পৌঁছল, তখন ওরা বুঝতে পেরেছিল, এর কতটা প্রভাব পড়েছে৷ তাই এ বার শুরু থেকেই এটিতে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: ‘খুব ভাল সম্পর্ক, দ্রুত আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’, মমতাকে নিয়ে বললেন রাহুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল