বৃহস্পতিবার বিহার ভোটে রাহুল গান্ধির প্রচারের উপর ভিত্তি করে তৈরি একটি সিনেমা রিলিজ হল ইউটিউবে ৷ সিনেমার প্রোমো ট্যুইট করে কংগ্রেস নেতা লেখেন, ‘বিহারের জনতা পরিবর্তন চায়, আর মহাজোটই তাদের একটি সুন্দর ভবিষ্যত উপহার দিতে পারে ৷ বিহার প্রচারের সময় আমার চিন্তাভাবনাকে ভিত্তি করে তৈরি সিনেমাটি আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই রিলিজ করেছে ৷ আসুন এই সফরে আপনারাও অংশীদার হন ৷ ’
advertisement
বিহার বিধানসভা ভোটের প্রথম দফা শেষ ৷ ২৪৩ বিধানসভা আসনের মধ্যে ৭১টিতে মতদান সম্পূর্ণ বুধবারই ৷ নিউ নর্মালে এই প্রথম এতবড় ভোটপরীক্ষা। ৭১টি আসনে প্রায় ১০০০-এরও বেশি প্রার্থী ভাগ্য নির্ধারণ হয়ে গেল গতকাল ৷ এবার দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু ৷ বুধবার দিনভর বিহারেই প্রচারের সম্মুখ সমরে নেমেছিলেন মোদি-রাহুল ৷ অভিযোগ, দাবি পাল্টা অভিযোগে বিহার ছিল সরগরম ৷
প্রথম দফা চলাকালীন রাহুলের নামে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। বিতর্কের কেন্দ্রে কংগ্রেসের প্রাক্তন সভাপতির একটি ট্যুইট। বুধবার ভোটের দিন বিহারবাসীর উদ্দেশে মহাজোটকে ভোট দেওয়ার আবেদন জানান রাহুল।
কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ লেখেন- ‘ন্যায়, চাকরি, কৃষক-শ্রমিকদের স্বার্থে শুধুমাত্র মহাজোটকে ভোট দিন ৷’ তারপর হ্যাশট্যাগ দিয়ে হিন্দিতে রাহুল লেখেন, ‘আজ বদলেগা বিহার।’ বিজেপির দাবি, ভোটগ্রহণ চলাকালীন এভাবে মহাজোটের জন্য ভোট চেয়ে নির্বাচনী বিধি ভেঙেছেন রাহুল গান্ধি। এ নিয়ে তারা নির্বাচন কমিশনে নালিশ জানায়। রাহুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জিও জানিয়েছে বিজেপি।