সূত্র মারফত জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি রাহুল গান্ধীকে দু’বার পাটকা পরতে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। অনুষ্ঠানে রাহুলের বেশ কিছু ছবি থেকেই বিতর্ক আরও বেড়েছে৷ সূত্রের দাবি, রাহুল গান্ধী গামোসাটি নিয়েছিলেন, কিন্তু হাতে ধরে রাখেন এবং পরেননি।
advertisement
রাহুলের পাশেই ঐতিহ্যবাহী উত্তরীয় গলায় দেখা গিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে৷ ছবিতেও তা ধরা পড়েছে স্পষ্ট৷ যদিও বিজেপির অভিযোগকে অস্বীকার করেছে কংগ্রেস৷ কংগ্রেস সাংসদ মানিকম টেগোর এই পুরো বিষয়টিকে বিজেপির “ভুয়ো নাটক (Fake Drama)” বলে কটাক্ষ করেন৷ তিনি বলেন, রাহুল গান্ধী যে উত্তর-পূর্ব ভারতকে কতটা ভালোবাসেন, তা সবাই জানেন।
অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধির তৃতীয় বসার আসবন নিয়ে বিজেপি নেতৃত্বকে তোপ দেগেছে কংগ্রেস৷
মানিকম টেগোর বলেন, “রাহুল গান্ধী উত্তর-পূর্ব ভারতে ভারত জোড়ো যাত্রা করেছিলেন এবং ‘ঘৃণার দোকান’ বন্ধ করতে চান। রাষ্ট্রপতি ভবনকে কেন্দ্র করে এ ধরনের ভিত্তিহীন গল্প ছড়ানো ও শিশুসুলভ কথা বলা ভুল। ওরা (বিজেপি) রাষ্ট্রপতি ভবনকে বিজেপি অফিসে পরিণত করতে চায়। সবাই জানে, এগুলো মিথ্যা অভিযোগ। রাষ্ট্রপতি ভবনকে নিয়ে এভাবে রাজনীতি করা সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন।”
আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস্যার লক্ষণ? এখনই জানুন
কংগ্রেসের অভিযোগ, প্রোটোকল ভেঙে বিরোধী নেতাকে তৃতীয় সারিতে বসার ব্যবস্থা করেছে মোদি সরকার৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিংহ সুরজেওয়ালা এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘দেশের বিরোধী নেতাদের সঙ্গে এই ব্যবহার কি প্রোটোকল, প্রথা, শালীনতার সঙ্গে যায়? হীনন্মন্যতা থেকে হতাশা তৈরি হয়েছে এই সরকারের।’
উল্লেখ্য, গত মাসে কংগ্রেস অভিযোগ করেছিল যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য আয়োজিত রাষ্ট্রপতি ভবনের ‘অ্যাট হোম রিসেপশন’-এ রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি। কংগ্রেসের দাবি ছিল, কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতার প্রতি প্রাপ্য রাজনৈতিক সৌজন্য দেখানো হয়নি।
