পুলওয়ামাকাণ্ডের এক বছর। মোদি সরকারকে বিঁধতে এই দিনটিই বেছে নিলেন রাহুল গান্ধি। ট্যুইটারে তাঁর তিন প্রশ্নের বাণ।
পুলওয়ামায় হামলার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান কে?
তদন্তে কী বেরিয়ে এল?
নিরাপত্তার গাফিলতিতে যে হামলা তার জন্য বিজেপি সরকারের কারা কারা দায়ী?
রাহুলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তাদের অস্ত্র - পাকিস্তান।শাহনওয়াজ হোসেন, বিজেপি মুখপাত্রের পাল্টা জবাব, শহিদদের মৃত্যু নিয়ে সন্দেহ করছেন। পাকিস্তান প্রমাণ চায়। কংগ্রেসও প্রমাণ চায়। রাহুল গান্ধির বয়া শহিদদের অপমান ৷
advertisement
পুলওয়ামা হামলার পরেই পাল্টা বালাকোটে ভারতের প্রত্যাঘাত। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি খতম অভিযান। বিরোধীরা অবশ্য বালাকোট অভিযান নিয়ে প্রশ্ন তোলে। সরকারের কাছে প্রমাণ চায়। ঘুরিয়ে কার্যত এমন প্রশ্ন তোলে, যে পুরোটাই সাজানো নয় তো? জাতীয়তাবাদের জিগির তুলে ভোট বৈতরণী পার করার কৌশল নয় তো?এ দিনও সেই সুরেই রাহুলের প্রশ্ন, পুলওয়ামাকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান কে?