TRENDING:

EXCLUSIVE: প্রাক্তন সিবিআই কর্তা অলোক ভার্মার অপসারণে মোদিকে একহাত রাহুলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতা ফিরে পেয়েও ফের ক্ষমতাচ্যুত করা হয় সিবিআই প্রধান অলোক ভার্মাকে ৷ যে উচ্চক্ষমতা সম্পন্ন প্যানেল তাঁকে একদিন সিবিআই প্রধানের পদে বসিয়েছিল ৷ সেই প্যানেলই তাঁকে সরিয়ে দেয় ওই আসন থেকে ৷ সেই প্যানেলে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিচারপতি সিক্রি ৷ আর তা নিয়ে বারবারই সংবাদমাধ্যমের সামনে গর্জে উঠেছেন রাহুল গান্ধি ৷
advertisement

তিনি দাবি করেছেন, এই গোটা বিষয়টিই সংবিধান এবং আইন বিরুদ্ধ ৷ তবে, এই প্রথম নয় ৷ গত তিন বছর ধরেই সংবিধানের অবমাননা করছেন মোদি ৷ এমনটাই দাবি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ৷ সেই প্রসঙ্গেই দুবাইয়ে নিউজ ১৮ ইন্ডিয়াকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন রাহুল ৷

রাহুল বলেন, ‘আপনিই আমাকে বলুন সিবিআই প্রধানকে দু’দুবার তাঁর পদ থেকে এত তাড়াতাড়ি সরানোর কি মানে হতে পারে ৷ একবার রাত ১.৩০টায় জরুরি ভিত্তিতে সরানো হয় অলোক ভার্মাকে ৷ তারপরে সুপ্রিম রায় স্বত্ত্বেও কয়েক ঘণ্টার মধ্যেই ফের সরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ যার মূল তত্ত্বাবধানে ছিলেন মোদিই ৷ এর কারণ কি হতে পারে ?’

advertisement

আরও পড়ুন: বিজেপি থেকে সপা-বসপা-তে যোগ দেওয়ার পড়েছে হিড়িক, দাবি অখিলেশের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অথচ সিবিআই প্রধানকে সরানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া কেউই উচ্চবাচ্য করেননি ৷ শুধু প্রধানমন্ত্রীই ভার্মাকে সরাতে উঠেপড়ে লেগেছিলেন ৷ সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন রাহুল ৷ কিন্তু এর কী কারণ হতে পারে ? সেই নিয়ে প্রশ্ন তোলেন রাহুল ৷ এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি বলেন, ‘নীতিন গডকরি, সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি কেউই অলোক ভার্মাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না ৷ কিন্তু শুধুমাত্র মোদি কেন ? সিবিআই এবং রাফাল ইস্যু নিয়ে তদন্ত করছিলেন অলোক ভার্মা ৷ আর তখনই সিবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল ভার্মাকে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
EXCLUSIVE: প্রাক্তন সিবিআই কর্তা অলোক ভার্মার অপসারণে মোদিকে একহাত রাহুলের