তিনি দাবি করেছেন, এই গোটা বিষয়টিই সংবিধান এবং আইন বিরুদ্ধ ৷ তবে, এই প্রথম নয় ৷ গত তিন বছর ধরেই সংবিধানের অবমাননা করছেন মোদি ৷ এমনটাই দাবি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ৷ সেই প্রসঙ্গেই দুবাইয়ে নিউজ ১৮ ইন্ডিয়াকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন রাহুল ৷
রাহুল বলেন, ‘আপনিই আমাকে বলুন সিবিআই প্রধানকে দু’দুবার তাঁর পদ থেকে এত তাড়াতাড়ি সরানোর কি মানে হতে পারে ৷ একবার রাত ১.৩০টায় জরুরি ভিত্তিতে সরানো হয় অলোক ভার্মাকে ৷ তারপরে সুপ্রিম রায় স্বত্ত্বেও কয়েক ঘণ্টার মধ্যেই ফের সরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ যার মূল তত্ত্বাবধানে ছিলেন মোদিই ৷ এর কারণ কি হতে পারে ?’
advertisement
আরও পড়ুন: বিজেপি থেকে সপা-বসপা-তে যোগ দেওয়ার পড়েছে হিড়িক, দাবি অখিলেশের
অথচ সিবিআই প্রধানকে সরানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া কেউই উচ্চবাচ্য করেননি ৷ শুধু প্রধানমন্ত্রীই ভার্মাকে সরাতে উঠেপড়ে লেগেছিলেন ৷ সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন রাহুল ৷ কিন্তু এর কী কারণ হতে পারে ? সেই নিয়ে প্রশ্ন তোলেন রাহুল ৷ এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি বলেন, ‘নীতিন গডকরি, সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি কেউই অলোক ভার্মাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না ৷ কিন্তু শুধুমাত্র মোদি কেন ? সিবিআই এবং রাফাল ইস্যু নিয়ে তদন্ত করছিলেন অলোক ভার্মা ৷ আর তখনই সিবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল ভার্মাকে ৷’