বিজেপি থেকে সপা-বসপা-তে যোগ দেওয়ার পড়েছে হিড়িক, দাবি অখিলেশের
- Published by:Sarmita Bhattacharjee
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: বুয়া-বাবুয়ার জোটে রক্তচাপ বাড়লেও, মুখে আত্মবিশ্বাসের সুরই বজায় রাখছে বিজেপি ৷ দু’দলের রাজনৈতিক মতপার্থক্যকে উস্কে দিতেও তৎপর গেরুয়া শিবির ৷ জোট ঘোষণার পর এবার বিজেপির ঘুম ওড়াতে বড়সড় মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ৷ বিজেপি নেতারা দল ছেড়ে সপা-বিএসপি-তে যোগ দিতে উদগ্রীব হয়ে রয়েছেন ৷ এমনটাই দাবি সপা সুপ্রিমোর ৷
রবিবার ট্যুইটে অখিলেশ দাবি করেন, ‘‘গেরুয়া শিবিরের উচ্চস্তরের নেতারাই শুধুমাত্র নন ৷ তৃণমূল স্তরের নেতারাও দলের প্রতি আত্মবিশ্বাস হারাচ্ছে ৷ তাই তারা সমাজবাদী এবং বহুজন সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ৷’’
बसपा-सपा में गठबंधन से न केवल भाजपा का शीर्ष नेतृत्व व पूरा संगठन बल्कि कार्यकर्ता भी हिम्मत हार बैठे हैं. अब भाजपा बूथ कार्यकर्ता कह रहे हैं कि ‘मेरा बूथ, हुआ चकनाचूर’. ऐसे निराश-हताश भाजपा नेता-कार्यकर्ता अस्तित्व को बचाने के लिए अब बसपा-सपा में शामिल होने के लिए बेचैन हैं. pic.twitter.com/z9EEB0io4G
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 13, 2019
advertisement
advertisement
বিজেপি নেতাদের স্লোগান এখন একটাই ৷ ‘হামারা বুথ, হুয়া চাকনাচুর’ অর্থাৎ আমাদের বুথ চূর্ণ বিচুর্ণ হয়ে গিয়েছে ৷ সপা-বিএসপি জোট হওয়ার পর দলের অন্দরের নেতা নেত্রীদের মধ্যে দলের প্রতি অসন্তুষ্ট এবং বিরক্তি বাড়ছে ৷ এমনটাই দাবি অখিলেশের ৷
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার লখনউয়ের তাজ মহলে অখিলেশ এবং মায়াবতী সাংবাদিক বৈঠক করেন ৷ সেই সাংবাদিক বৈঠকেই তাঁরা যৌথভাবে উত্তরপ্রদেশের ৮০টি আসনের ভাগবাটোয়ারার কথা ঘোষনা করেন ৷ তবে, জোটে কংগ্রেসকে না রাখলেও সোনিয়া গান্ধির রায়বরেলি আর রাহুল গান্ধির অমেঠিতে প্রার্থী দেবে না জোট ৷ সেকথা স্পষ্ট জানিয়ে দেন দুই দলের সুপ্রিমো ৷ তবে, এই জোট নিয়ে প্রকাশ্যে উদ্বেগ দেখাতে নারাজ বিজেপি ৷
Location :
First Published :
January 13, 2019 2:17 PM IST