মঙ্গলবার দিল্লির অশোক রোডের বিজেপির সদর দফতর ফাঁকাই রয়ে গেল ট্রেন্ড কংগ্রেসের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই। অন্যদিকে, কংগ্রেস সদর দফতরে ভরে ওঠে কর্মীসমর্থকদের কালো মাথায় ৷ শুরু হয়ে যায় আনন্দোৎসব ৷
২০১৯ লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির শরীরী ভাষাকে বদলে দিয়েছে ৷ এদিন সন্ধ্যায় রাহুল গান্ধি যখন সাংবাদিক সম্মেনলে হাজির হলেন, তখন তাঁর মুখে চওড়া হাসি ৷ চোখ ঠিকরে বেরিয়ে আসছে আত্মবিশ্বাসে ছোঁয়া ৷ নির্বাচনের আগে প্রচারে গিয়ে রাহুল গান্ধি কৃষকদের ঋণ মুকুবের পক্ষে সওয়াল করেছিলেন ৷ বলেছিলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে কৃষিঋণ মুকুব করে দেওয়া হবে ৷ এদিনও তিনি সাংবাদিক সম্মেলনে মোদি যে কৃষক-দরদি নন, এই কথা উল্লেখ করে বলেন, ‘‘নির্বাচনী প্রতিশ্রুতিমতোই মধ্যপ্রদেশে কৃষক ঋণ মুকুব করা হবে ৷’’তাঁর কথায়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে অনেক কিছু করার রয়েছে ৷ মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েও যে কোনও জটিলতা তৈরি হবে না, তাও স্পষ্ট করে দেন রাহুল ৷
advertisement