TRENDING:

প্রতিশ্রুতি মতোই দ্রুত কৃষি ঋণ মুকুব করা হবে, জানিয়ে দিলেন রাহুল গান্ধি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাগাতার আন্দোলনের ফসল ঘরে তুলল কংগ্রেস। আর মুখ থুবড়ে পড়ল বিজেপি। কাজ করল না মোদি–শাহ জুটির কেমিস্ট্রি। ছত্তীসগড়, রাজস্থান, তেলঙ্গানা প্রথমেই হাতছাড়া হয়ে যায় বিজেপির। এরপর ধীরে ধীরে যতই ভোট গণনা হতে থাকে, ততই চড়তে থাকে পারদ ৷ একে একে জয়ের দিকে এগিয়ে চলে কংগ্রেস ৷ যদিও কংগ্রেসের কাছ থেকে হাতছাড়া হয়েছে মিজোরাম ৷ তবে দিনের শেষে চওড়া হাসিটা কিন্তু ৫৬ ইঞ্চির ছাতির মানুষটা হাসতে পারলেন না ৷ শেষ হাসিটা হাসলেন রাহুল গান্ধিই ৷
advertisement

মঙ্গলবার দিল্লির অশোক রোডের বিজেপির সদর দফতর ফাঁকাই রয়ে গেল ট্রেন্ড কংগ্রেসের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই। অন্যদিকে, কংগ্রেস সদর দফতরে ভরে ওঠে কর্মীসমর্থকদের কালো মাথায় ৷ শুরু হয়ে যায় আনন্দোৎসব ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০১৯ লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির শরীরী ভাষাকে বদলে দিয়েছে ৷ এদিন সন্ধ্যায় রাহুল গান্ধি যখন সাংবাদিক সম্মেনলে হাজির হলেন, তখন তাঁর মুখে চওড়া হাসি ৷ চোখ ঠিকরে বেরিয়ে আসছে আত্মবিশ্বাসে ছোঁয়া ৷ নির্বাচনের আগে প্রচারে গিয়ে রাহুল গান্ধি কৃষকদের ঋণ মুকুবের পক্ষে সওয়াল করেছিলেন ৷ বলেছিলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে কৃষিঋণ মুকুব করে দেওয়া হবে ৷ এদিনও তিনি সাংবাদিক সম্মেলনে মোদি যে কৃষক-দরদি নন, এই কথা উল্লেখ করে বলেন, ‘‘নির্বাচনী প্রতিশ্রুতিমতোই মধ্যপ্রদেশে কৃষক ঋণ মুকুব করা হবে ৷’’তাঁর কথায়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে অনেক কিছু করার রয়েছে ৷ মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েও যে কোনও জটিলতা তৈরি হবে না, তাও স্পষ্ট করে দেন রাহুল ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিশ্রুতি মতোই দ্রুত কৃষি ঋণ মুকুব করা হবে, জানিয়ে দিলেন রাহুল গান্ধি