কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'র বিশেষ লুক বদলে ফেলে একেবারে স্যুটেড-বুটেড লুকে ধরা দিয়েছেন রাহুল গান্ধি। কেমব্রিজ বিজনেস স্কুল, আন্তর্জাতিক সম্পর্ক এবং গণতন্ত্র বিষয়ক একটি আলোচনাসভার আয়োজন করেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে রাহুল গান্ধিকে আমন্ত্রণ জানানো হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেসের পড়ুয়াদের সামনে ভাষণ দেওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েই বুধবার ব্রিটেনে পৌঁছে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
advertisement
আরও পড়ুন: সরকারি চাকরির মহাসুযোগ, WBCS ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত
আন্তর্জাতিক সম্পর্ক, গণতন্ত্র-সহ একাধিক বিষয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেওয়ার কথা তাঁর। পাশাপাশি ৫ মার্চ পশ্চিম লন্ডনের ভারতীয় বাসিন্দাদের উদ্দেশেও ভাষণ দেবেন তিনি। আর সেই সফরের জন্য পালটে ফেললেন নিজের চেহারা। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা'-য় রাহুল গান্ধির সেই লম্বা চুল ও দাড়ি এখন অতীত। চুল দাড়ি ছেঁটে তিনি এখন প্রায় সেই পুরনো লুকে।
আরও পড়ুন: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ
কংগ্রেস নেতা পবন খেরা এ নিয়ে বলেন তাঁকে রাহুলের দাড়ি নিয়ে বহু বার প্রশ্ন করা হয়েছিল। খোদ রাহুল গান্ধিও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বারবার। তাই রাহুল গান্ধি নিজেই জানিয়েছিলেন ভারত জোড়ো যাত্রার জন্যই তাঁর দাড়ি রাখা। যাত্রা শেষ হলেই তিনি দাড়ি কেটে ফেলবেন। সেটাই করেছেন তিনি শেষ পর্যন্ত।