TRENDING:

Rahul Gandhi: ওয়ানাডে আর নয়, এবার এই দুই রাজ্য থেকে প্রার্থী হতে পারেন রাহুল গান্ধি! কেন?

Last Updated:

কংগ্রেস সূত্রে খবর, গত লোকসভা নির্বাচনের মতো এবারেও দুটি আসন থেকেই লড়বেন রাহুল গান্ধি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অমেঠীতে পরাজিত হলেও গত লোকসভা নির্বাচনে তাঁকে সংসদে যাওয়ার টিকিট দিয়েছিল কেরলের ওয়ানাড৷ তবে এবার আর ওয়ানাড থেকে সম্ভবত প্রার্থী হচ্ছেন না্ রাহুল গান্ধি৷
ওয়ানাড থেকে প্রার্থী হচ্ছেন না রাহুল গান্ধি৷
ওয়ানাড থেকে প্রার্থী হচ্ছেন না রাহুল গান্ধি৷
advertisement

কংগ্রেস সূত্রে খবর, গত লোকসভা নির্বাচনের মতো এবারেও দুটি আসন থেকেই লড়বেন রাহুল গান্ধি৷ আগামী লোকসভা নির্বাচনে সম্ভবত কর্ণাটক অথবা তেলঙ্গানা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধি৷ এ ছাড়াও উত্তর প্রদেশের একটি আসন থেকে লড়তে পারেন তিনি৷

আরও পড়ুন: পেঁপের অনেক গুণ, কিন্তু এই একটি ফলের সঙ্গে খেলেই বিপদ! রক্তশূন্য হতে পারে শরীর

advertisement

কেরলে নতুন করে আসন বণ্টন নিয়ে জট তৈরি হওয়ার কারণেই সম্ভবত ওয়ানাড আসনটি ছাড়তে হচ্ছে রাহুলকে৷ কারণ কেরলে কংগ্রেসের শরিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ অথবা আইইউএমএল দুটির বদলে কংগ্রেসের কাছে তিনটি আসন দাবি করেছে৷ এই তিনটি আসনের মধ্যে ওয়ানা়ড আসনটিও চেয়েছে আইইউএমএল৷ তার অন্যতম প্রধান কারণ, ওয়ানাডের ভোটারদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই মুসলিম৷

advertisement

আবার সিপিআই ওয়ানাড কেন্দ্র থেকে ইতিমধ্যেই দলের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে ওয়ানাড কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে৷ ফলে রাহুল গান্ধি আবার ওই আসন থেকে প্রার্থী হলে ইন্ডিয়া জোটের পক্ষেও তা ভাল বিজ্ঞাপন হত না৷ ডি রাজা দাবি আগেই দাবি করেছেন, কেরলের বাম গণতান্ত্রিক জোটের মধ্যে আলোচনার পর যে চারটি আসন সিপিআই পেয়েছে, তার মধ্যে ছিল ওয়ানাডও৷ কংগ্রেসকে ওয়ানাড ছাড়তে হবে, এমন কোনও আলোচনাও দলের মধ্যে হয়নি বলে দাবি করেছিলেন রাজা৷

advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওয়ানাড কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী পি পি সুন্নিরকে চার লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: ওয়ানাডে আর নয়, এবার এই দুই রাজ্য থেকে প্রার্থী হতে পারেন রাহুল গান্ধি! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল