কংগ্রেস সূত্রে খবর, গত লোকসভা নির্বাচনের মতো এবারেও দুটি আসন থেকেই লড়বেন রাহুল গান্ধি৷ আগামী লোকসভা নির্বাচনে সম্ভবত কর্ণাটক অথবা তেলঙ্গানা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধি৷ এ ছাড়াও উত্তর প্রদেশের একটি আসন থেকে লড়তে পারেন তিনি৷
আরও পড়ুন: পেঁপের অনেক গুণ, কিন্তু এই একটি ফলের সঙ্গে খেলেই বিপদ! রক্তশূন্য হতে পারে শরীর
advertisement
কেরলে নতুন করে আসন বণ্টন নিয়ে জট তৈরি হওয়ার কারণেই সম্ভবত ওয়ানাড আসনটি ছাড়তে হচ্ছে রাহুলকে৷ কারণ কেরলে কংগ্রেসের শরিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ অথবা আইইউএমএল দুটির বদলে কংগ্রেসের কাছে তিনটি আসন দাবি করেছে৷ এই তিনটি আসনের মধ্যে ওয়ানা়ড আসনটিও চেয়েছে আইইউএমএল৷ তার অন্যতম প্রধান কারণ, ওয়ানাডের ভোটারদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই মুসলিম৷
আবার সিপিআই ওয়ানাড কেন্দ্র থেকে ইতিমধ্যেই দলের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে ওয়ানাড কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে৷ ফলে রাহুল গান্ধি আবার ওই আসন থেকে প্রার্থী হলে ইন্ডিয়া জোটের পক্ষেও তা ভাল বিজ্ঞাপন হত না৷ ডি রাজা দাবি আগেই দাবি করেছেন, কেরলের বাম গণতান্ত্রিক জোটের মধ্যে আলোচনার পর যে চারটি আসন সিপিআই পেয়েছে, তার মধ্যে ছিল ওয়ানাডও৷ কংগ্রেসকে ওয়ানাড ছাড়তে হবে, এমন কোনও আলোচনাও দলের মধ্যে হয়নি বলে দাবি করেছিলেন রাজা৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওয়ানাড কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী পি পি সুন্নিরকে চার লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷