রাহুলের একের পর এক অভিযোগ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, সংসদের নিয়ম জানেন না রাহুল ৷ রাহুল খুবই অনভিজ্ঞ ৷ সঠিক তথ্য না জেনেই বক্তৃতা রাহুলের ৷ রাহুলের সব অভিযোগ মিথ্যে ৷ সংসদকে ভুল পথে চালানোর চেষ্টা রাহুলের ৷ অনভিজ্ঞ নেতৃত্বের হাতে পড়ছে কংগ্রেস ৷
ন্যূনতম সহায়ক মূল্য ‘জুমলা’ নিয়ে মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন,
advertisement
‘কৃষকদের কথা শোনেননি প্রধানমন্ত্রী ৷ কৃষকদের ঋণ মকুবের আরজি শোনেননি ৷ অথচ ব্যবসায়ীদের কর মকুব হয়েছে ৷ ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে মিথ্যে কথা বলছেন নরেন্দ্র মোদি ৷’
ন্যূনতম সহায়ক মূল্য ‘জুমলা’ নিয়ে মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন,
‘কৃষকদের কথা শোনেননি প্রধানমন্ত্রী ৷ কৃষকদের ঋণ মকুবের আরজি শোনেননি ৷ অথচ ব্যবসায়ীদের কর মকুব হয়েছে ৷ ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে মিথ্যে কথা বলছেন নরেন্দ্র মোদি ৷’ রাহুলের বক্তব্যে উঠে আসে দেশের কালো টাকা ফিরিয়ে আনার প্রসঙ্গ ৷ কংগ্রেস সভাপতি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে ১৫ লক্ষ টাকা ? কালো টাকা উদ্ধারে ব্যর্থ মোদি ৷
এই সমস্ত বিষয় নিয়েই রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিচ্ছে বিজেপি ৷