বেলা একটা নাগাদ এই বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছন অমিত শাহ৷ বেলা আড়াইটে নাগাদ অমিত শাহ এবং রাহুল গান্ধিকে পিএমও থেকে বেরিয়ে যেতে দেখা যায়৷
সূত্রের খবর, বৈঠকে মুখ্য তথ্য কমিশনার পদে তিন জনের নাম বৈঠকে প্রস্তাব করেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ৷ যদিও কেন্দ্রের ঠিক করা এই তিন জনের একজনকেও মুখ্য তথ্য কমিশনার পদে মেনে নিতে রাজি হননি রাহুল গান্ধি৷ প্রত্যেকটি নামেই আপত্তি জানান তিনি৷ সূত্রের খবর আপত্তি জানানোর জন্য আগে থেকেই নোট তৈরি করে এনেছিলেন রাহুল গান্ধি৷
advertisement
তথ্যের অধিকার আইনের ১২ (৩) অনুচ্ছেদ অনুযায়ী মুখ্য তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের বেছে নেয় যে কমিটি, তার শীর্ষে থাকেন প্রধানমন্ত্রী৷ এ ছাড়াও কেন্দ্রের একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা এই কমিটিতে থাকেন৷
মঙ্গলবারই লোকসভায় মুখ্য নির্বাচন কমিশনারকে বেছে নেওয়ার বৈঠকের উদাহরণ দিয়ে রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, এই ধরনের বৈঠকে তিনি কোনও নামে আপত্তি জানালেও তার ধোপে টেকে না৷ কারণ সংখ্যার নিরিখে সবসময়ই তাঁর উল্টোদিকে সরকার পক্ষের দু জন থাকেন৷
গত ১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, ১০ ডিসেম্বর বৈঠক করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি কেন্দ্রীয় তথ্য কমিশনের জন্য মুখ্য তথ্য কমিশনার এবং অন্যান্য তথ্য কমিশনারদের নাম সুপারিশ করবে৷
