TRENDING:

Rahul Gandhi Gen Z Controversy: ‘আর্বান নকশাল’, ‘দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়,’ চাঁচাছোলা আক্রমণ বিজেপির! রাহুল গান্ধির Gen Z পোস্ট ঘিরে তুমুল বিতর্ক

Last Updated:

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর দাবি, রাহুল গান্ধি মনে করছেন কংগ্রেসকে জনসাধারণ নির্বাচিত করছে না বলে রাহুল ক্ষমতায় আসার বিকল্প রাস্তা খুঁজছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্র: সোশ্যাল মিডিয়ায় শুধু একটা শব্দবন্ধের ব্যবহার৷ আর তা নিয়েই বিতর্কে উত্তাল গোটা জাতীয় রাজনৈতিক মহল৷ লোকসভার বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে এবার সিভিল ওয়ার অর্থাৎ, গৃহযুদ্ধ লাগানোর উস্কানি দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতারা৷ কংগ্রেস নেতার দিকে ধেয়ে আসছে একের পর এক আক্রমণ৷
News18
News18
advertisement

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লিখেছেন, দেশের যে সমস্ত যুব, ছাত্রছাত্রী এবং Gen-Z দেশের সংবিধান, গণতন্ত্র বাঁচাতে পারবে এবং ভোট চুরি বন্ধ করতে পারবে, তিনি তাঁদের পাশে সবসময় থাকবেন৷ কিন্তু, রাহুলের Gen-Z পোস্টকে বিজেপি সম্প্রতি নেপালে হয়ে যাওয়া Gen-Z বিক্ষোভের সঙ্গে এক করেছেন৷ যে Gen-Z বিক্ষোভ নেপালে কেপি শর্মা ওলির সরকারকে ভেঙে চুরে নতুন অন্তর্বর্তী সরকারের পথের সূচনা করেছে৷

advertisement

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন, রাহুল গান্ধি প্রমাণ করেছেন যে, উনি ‘আর্বান নকশাল’দের মতো কথা বলেন৷

আরও পড়ুন: নেপাল হ্যাংওভার! রাহুল গান্ধির Gen Z শব্দের প্রয়োগ…‘ভোট চুরি’র পরে আরেক বোমা! পাল্টা বিস্ফোরক বিজেপি-ও

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর দাবি, রাহুল গান্ধি মনে করছেন কংগ্রেসকে জনসাধারণ নির্বাচিত করছে না বলে রাহুল ক্ষমতায় আসার বিকল্প রাস্তা খুঁজছেন৷

advertisement

প্রহ্লাদ জোশী বলেন, ‘‘আমি জানি না উনি কী বলছে চাইছেন৷ আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র৷ এটা কি আমাদের দোষ যে মানুষ ওঁদের ভোট দেয় না? উনি নির্বোধের মতো মন্তব্য করছেন আর আমাদের (ভারত) নেপাল এবং শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করছেন৷ উনি ভাবছেন, গণতান্ত্রিক ভাবে না পারলে বিকল্প উপায়ে ক্ষময়া আসবেন৷ ভারতীয়রা কখনওই এমন মনোভাব সমর্থন করে না৷ ’’

advertisement

আরও পড়ুন: ভোটচুরি নিয়ে ‘হাইড্রোজেন বোমা’! ‘অনলাইনে মুছে দেওয়া হচ্ছে ভোট,’ রাহুলের অভিযোগ, কমিশন বলল…

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, ‘‘রাহুল গান্ধি ভারতে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য উস্কানি দিচ্ছেন৷ ভারতকে ভাগ করতে চাইছেন৷’’ তাঁর দাবি, যদি দেশে Gen-Z র উত্থান হয়, তাহলে ওঁকে (রাহুল) দেশ ছেড়ে পালাতে হবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Gen Z Controversy: ‘আর্বান নকশাল’, ‘দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়,’ চাঁচাছোলা আক্রমণ বিজেপির! রাহুল গান্ধির Gen Z পোস্ট ঘিরে তুমুল বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল