TRENDING:

Rahul Gandhi Gen Z Controversy: ‘আর্বান নকশাল’, ‘দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়,’ চাঁচাছোলা আক্রমণ বিজেপির! রাহুল গান্ধির Gen Z পোস্ট ঘিরে তুমুল বিতর্ক

Last Updated:

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর দাবি, রাহুল গান্ধি মনে করছেন কংগ্রেসকে জনসাধারণ নির্বাচিত করছে না বলে রাহুল ক্ষমতায় আসার বিকল্প রাস্তা খুঁজছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্র: সোশ্যাল মিডিয়ায় শুধু একটা শব্দবন্ধের ব্যবহার৷ আর তা নিয়েই বিতর্কে উত্তাল গোটা জাতীয় রাজনৈতিক মহল৷ লোকসভার বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে এবার সিভিল ওয়ার অর্থাৎ, গৃহযুদ্ধ লাগানোর উস্কানি দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতারা৷ কংগ্রেস নেতার দিকে ধেয়ে আসছে একের পর এক আক্রমণ৷
News18
News18
advertisement

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লিখেছেন, দেশের যে সমস্ত যুব, ছাত্রছাত্রী এবং Gen-Z দেশের সংবিধান, গণতন্ত্র বাঁচাতে পারবে এবং ভোট চুরি বন্ধ করতে পারবে, তিনি তাঁদের পাশে সবসময় থাকবেন৷ কিন্তু, রাহুলের Gen-Z পোস্টকে বিজেপি সম্প্রতি নেপালে হয়ে যাওয়া Gen-Z বিক্ষোভের সঙ্গে এক করেছেন৷ যে Gen-Z বিক্ষোভ নেপালে কেপি শর্মা ওলির সরকারকে ভেঙে চুরে নতুন অন্তর্বর্তী সরকারের পথের সূচনা করেছে৷

advertisement

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন, রাহুল গান্ধি প্রমাণ করেছেন যে, উনি ‘আর্বান নকশাল’দের মতো কথা বলেন৷

আরও পড়ুন: নেপাল হ্যাংওভার! রাহুল গান্ধির Gen Z শব্দের প্রয়োগ…‘ভোট চুরি’র পরে আরেক বোমা! পাল্টা বিস্ফোরক বিজেপি-ও

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর দাবি, রাহুল গান্ধি মনে করছেন কংগ্রেসকে জনসাধারণ নির্বাচিত করছে না বলে রাহুল ক্ষমতায় আসার বিকল্প রাস্তা খুঁজছেন৷

advertisement

প্রহ্লাদ জোশী বলেন, ‘‘আমি জানি না উনি কী বলছে চাইছেন৷ আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র৷ এটা কি আমাদের দোষ যে মানুষ ওঁদের ভোট দেয় না? উনি নির্বোধের মতো মন্তব্য করছেন আর আমাদের (ভারত) নেপাল এবং শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করছেন৷ উনি ভাবছেন, গণতান্ত্রিক ভাবে না পারলে বিকল্প উপায়ে ক্ষময়া আসবেন৷ ভারতীয়রা কখনওই এমন মনোভাব সমর্থন করে না৷ ’’

advertisement

আরও পড়ুন: ভোটচুরি নিয়ে ‘হাইড্রোজেন বোমা’! ‘অনলাইনে মুছে দেওয়া হচ্ছে ভোট,’ রাহুলের অভিযোগ, কমিশন বলল…

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, ‘‘রাহুল গান্ধি ভারতে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য উস্কানি দিচ্ছেন৷ ভারতকে ভাগ করতে চাইছেন৷’’ তাঁর দাবি, যদি দেশে Gen-Z র উত্থান হয়, তাহলে ওঁকে (রাহুল) দেশ ছেড়ে পালাতে হবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Gen Z Controversy: ‘আর্বান নকশাল’, ‘দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়,’ চাঁচাছোলা আক্রমণ বিজেপির! রাহুল গান্ধির Gen Z পোস্ট ঘিরে তুমুল বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল