TRENDING:

‘রাজা এখন নিজের ইচ্ছেমতো কাউকে সরিয়ে দিতে পারে...’ সংশোধনী বিল নিয়ে রাহুলের কটাক্ষ

Last Updated:

বিরোধীদের প্রধান অভিযোগ, এই বিল আইনে পরিণত হলে তার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাবে বিজেপি। বিরোধীশাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের এই আইনের মাধ্যমে বিপদে ফেলা হতে পারে। সেই কারণেই বুধবার লোকসভায় বিক্ষোভ দেখানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১৩০তম সংবিধান সংশোধনী বিল বুধবার পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে পেশ করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার (সংশোধনী) বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল। তিনটি বিলেরই বিরোধিতা করা হয়েছে। ১৩০তম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনও কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী কিংবা কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা ৩০ দিনের জন্য হেফাজতে থাকেন, তবে ৩১তম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন। পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে, এমন অপরাধগুলিকে ‘গুরুতর’ হিসাবে ধরা হবে। বিরোধীদের প্রধান অভিযোগ, এই বিল আইনে পরিণত হলে তার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাবে বিজেপি। বিরোধীশাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের এই আইনের মাধ্যমে বিপদে ফেলা হতে পারে। সেই কারণেই বুধবার লোকসভায় বিক্ষোভ দেখানো হয়।
News18
News18
advertisement

আরও পড়ুন– জলপাইগুড়িতে ৬ কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিম প্রদর্শিত ! বিস্ময়ে মুগ্ধ দর্শনার্থীরা

এই বিল নিয়ে রাহুল গান্ধির প্রথম প্রতিক্রিয়া এসেছে। তিনি বলেছেন, ‘‘বিজেপি যে বিল উপস্থাপন করছে তার ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা মধ্যযুগীয় যুগে ফিরে যাচ্ছি যখন রাজা তাঁর ইচ্ছামত কাউকে সরিয়ে দিতে পারতেন। নির্বাচিত ব্যক্তি কী হয়, এর কোনও মানে নেই। তাদের আপনার মুখ পছন্দ হয় না, তাই তারা ইডি-কে মামলা দায়ের করতে বলবে এবং তারপর একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত ব্যক্তিকে ৩০ দিনের মধ্যে সরিয়ে দেবে।’’

advertisement

আরও পড়ুন– খুলে গিয়েছিল ককপিটের দরজা, তারপর যে দৃশ্য দেখলেন বিমানসেবিকারা…! চাকরি গেল পাইলটের

লোকসভায় বিরোধী দলের নেতা বলেছেন, ‘‘যেদিন উপ-রাষ্ট্রপতি পদত্যাগ করেছিলেন, সেদিন ভেনুগোপালজি আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন– উপ-রাষ্ট্রপতি চলে গিয়েছেন। এর পিছনে একটি বড় গল্প আছে যে তিনি কেন পদত্যাগ করেছেন। আপনাদের মধ্যে কিছু লোক সেই গল্পটি জানেন, কিছু জানেন না, কিন্তু এর পিছনে একটি গল্প আছে। এবং তারপর আরও একটি গল্প যে কেন তিনি লুকিয়ে রয়েছেন। ভারতের উপ-রাষ্ট্রপতি এমন অবস্থায় কেন আছেন যে তিনি একটি শব্দও বলতে পারেন না? যে ব্যক্তি রাজ্যসভায় গর্জন করতেন, তিনি হঠাৎ সম্পূর্ণভাবে চুপ হয়ে গেলেন? এটাই সেই অদ্ভূত সময় যেখানে আমরা বাস করছি।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘রাজা এখন নিজের ইচ্ছেমতো কাউকে সরিয়ে দিতে পারে...’ সংশোধনী বিল নিয়ে রাহুলের কটাক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল