নয়াদিল্লি: ফের একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ রাহুল বলেন, ‘বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে কারচুপি করেছে নির্বাচন কমিশন।’ দুই রাজ্যের উদাহরণ তুলে ভোটে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা করলেন রাহুল।
advertisement
লোকসভা নির্বাচনের পর এই প্রথম বিরোধী রণকৌশল সাজাতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। বৃহস্পতিবার সেই বৈঠক শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনকে নিশানা করলেন রাহুল গান্ধি।
আরও পড়ুন: ‘রাজ্যই বলেছে, তাই রাজ্যকে এই রুল মানতেই হবে!’ ডিএ মামলায় কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের! রাজ্যের দাবি, অভিযোগ মিথ্যা
ভোটার তালিকা সংশোধনীতে অনিয়মের অভিযোগ তুলে রাহুল মহারাষ্ট্র ও কর্নাটক ভোটের দৃষ্টান্ত তুলে ধরেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাহুল এক এক করে অনিয়ম-কারচুপির উদাহরণ দেন। এর মধ্যে সব ধরনের ভোটার কারচুপির কথা বলেন তিনি। রাহুলের কথায়, ”মহারাষ্ট্র ভোটের ফল দেখার পর আমাদের সন্দেহ সত্যে পরিণত হয় যে, ভোটচুরি হয়েছে।”
রাহুল বলেন, ”বিজেপির সঙ্গে জোট বেঁধে নির্বাচন কমিশন মহারাষ্ট্রের ভোট লুট করেছে, আমরা প্রথম থেকেই বলে আসছি সে কথা।” অন্যদিকে, কর্নাটকের ভোট নিয়ে তিনি বলেন, ”বিভিন্ন বুথে একই লোকের নাম ছিল। অনেক জায়গায় তালিকা থেকে ভোটারের ছবিই উধাও হয়ে গেছিল। আরও অনেক জায়গায় ভুয়ো ঠিকানা ছিল।” রাহুলের দাবি, কর্নাটকের শুধুমাত্র মহাদেবপুর আসনেই ১ লক্ষ ভোট চুরি করা হয়েছে কারচুপি করে।
গত লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কংগ্রেস প্রার্থী মনসুর আলি খানা বেশির ভাগ সময়ে এগিয়ে ছিলেন। কিন্তু চূড়ান্ত ফল ঘোষণা হতেই দেখা গেল বিজেপি প্রার্থী পিসি মোহন খুব সামান্য ভোটেই জিতে গেছেন।’ নির্বাচন কমিশনের উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুরে রাহুল বলেন, ‘বহু আসনে ভোটার তালিকায় কারচুপি যে হয়েছে। তার জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। আপনারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পারেন না। গণতন্ত্রকে রক্ষা করাই আপনাদের কাজ। আর শুনুন, আপনার যে পদেই থাকুন কেন, সিনিয়র হোন বা জুনিয়র, আপনাদের রেয়াত করা হবে না।’