কৃষিঋণ নিয়েই মূলত বিজেপিকে কোণঠাসা করতে চাইছেন কংগ্রেস সুপ্রিমো । কেবলমাত্র শিল্পপতিদের স্বার্থে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার কিন্তু কৃষি ঋণ মুকুব করেনি। মোদির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে রাহুল জানিয়েছেন তিন রাজ্যে নতুন সরকার আসার পরই কৃষি ঋণ মুকুব করা হয়েছে , জানিয়েছেন রাহুল।
পাশাপাশি নোটবন্দি নিয়েও কটাক্ষ করেছেন রাহুল । নোটবন্দি সবচেয়ে বড় কেলেঙ্কারি ও এর চেয়ে বড় দুর্নীতি নেই, মন্তব্য রাহুলের ।
উত্তরপ্রদেশে ৭৬টি আসনে জোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মায়াবতী ও অখিলেশ । তবে এই নিয়ে বিচলিত নন রাহুল । তিনি জানিয়েছেন মায়াবতী-অখিলেশের সঙ্গে সুসম্পর্কই রয়েছে কংগ্রেসের, কিন্তু বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কংগ্রেস ও তার জন্য জোরদার লড়াইয়ের জন্য প্রস্তুত তাঁর দল ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2019 3:22 PM IST