TRENDING:

'ঘাবড়ে গিয়েই সিবিআই কর্তাদের ছুটিতে পাঠিয়েছে মোদি সরকার', সিবিআই বিতর্কে ফের কেন্দ্রকে দায়ী করলেন রাহুল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:     সিবিআই গৃহযুদ্ধ নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর । এবার দুই কর্তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিষয় নিয়ে সরাসরি কেন্দ্রীয় শাসক দলকেই বিঁধলেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধি ।
advertisement

সিবিআই কর্তাদের নিয়োগ ও অপসারণ হয় একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে যেখানে থাকেন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও বিরোধী দলনেতা । এই কলেজিয়ামই সিবিআই কর্তা নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু রাত ২ টোর সময় কিভাবে কোনও আলোচনা ছাড়াই এই কর্তাদের সরানো হল, প্রশ্ন তুলেছেন রাহুল। এই আচরণের মাধ্যমে দেশের সংবিধান, বিচারব্যবস্থা ও সর্বোপরি নাগরিকদের ঠকানো হয়েছে। এই পদক্ষেপকে অপরাধের আখ্যাও দিয়েছেন রাহুল ।

advertisement

শুধুমাত্র অপসারণ নয়, অলোক ভার্মার ঘরও সিল করে দেওয়া হয়েছে। দুর্নীতি সংক্রান্ত যাবতীয় প্রমাণও লোপাট করা হয়েছে । রাতের অন্ধকারে সিবিআই কর্তাকে সরিয়ে দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টাই করছে মোদি সরকার।

এছাড়া মোদিকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেস প্রধান । মোদি উদ্বেগের কারণেই এই হঠকারি পদক্ষেপ নিয়েছেন ও এক দুর্নীতি ঢাকতে আরও এক দুর্নীতির আশ্রয় নিয়েছে মোদি সরকার, মন্তব্য রাহুলের।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

>

বাংলা খবর/ খবর/দেশ/
'ঘাবড়ে গিয়েই সিবিআই কর্তাদের ছুটিতে পাঠিয়েছে মোদি সরকার', সিবিআই বিতর্কে ফের কেন্দ্রকে দায়ী করলেন রাহুল