এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখছেন, “আমার মিষ্টি দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। যার বিশ্বের সবকিছুর প্রতি অনন্য দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের পথকে আলোকিত করে। আমার বন্ধু, আমার সহযাত্রী, যুক্তিবাদী উপদেষ্টা, দার্শনিক এবং নেতা, তোমায় ভীষণ ভালবাসি।”
আরও পড়ুন: আপনার শরীরে আঁচিল আছে? আঁচিল কেন হয় জানেন? মারণরোগের লক্ষণ হতে পারে এটি, সাবধান!
জন্মদিনে বিশেষ আড়ম্বর পছন্দ নয় রাহুলের, আজ তাই বিশেষ দিনে দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দফতরে ছোটখাটো আয়োজন করা হয়। কেকে কেটে এবং লাড্ডু খাইয়ে জন্মদিন উদযাপন করেন তিনি।
আরও পড়ুন: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন
এদিন রাহুলকে এক্স হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে রাহুল সংবিধানের প্রতি তাঁর দায়বদ্ধতা দেখিয়েছেন ও যেভাবে তিনি দেশের লক্ষ লক্ষ মানুষের হয়ে অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন, সেটাই তাঁকে অন্য নেতাদের থেকে আলাদা করে।’