TRENDING:

Rahul Gandhi Attacks TMC: মমতার আক্রমণের জবাব, মেঘলায়ে ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে তুলোধনা রাহুল গান্ধির

Last Updated:

সিপিএমের বিরুদ্ধে আন্দোলনের জন্য কংগ্রেস তাঁকে বহিষ্কার করেছিল, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূলনেত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলং: ২০২৪-এ বিরোধী জোট গঠন করতে হলে এক ছাতার তলায় আসতেই হবে কংগ্রেস এবং তৃণমূলকে৷ অথচ দুই দলের মধ্যে সম্পর্কের উন্নতির কোনও লক্ষ্মণ নেই৷ বরং মেঘালয় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের একবার সামনে চলে এল দুই দলের তিক্ততা৷ মেঘালয়ে প্রচার করতে গিয়ে মমতা কংগ্রেসকে আক্রমণ করার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ দাবি করলেন, বিজেপি-র জয় নিশ্চিত করতেই মেঘালয়ে এসেছে তৃণমূল৷
ফের দূরত্ব বাড়ল কংগ্রেস- তৃণমূলের৷
ফের দূরত্ব বাড়ল কংগ্রেস- তৃণমূলের৷
advertisement

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন৷ তার আগে এ দিন মেঘালয়ে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বক্তব্য রাখতে গিয়ে যথারীতি বিজেপি এবং শাসক দল এনপিপি-কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: ‘টাকা পয়সা দিয়ে ভোট কিনতে পারে বিজেপি’, মেঘালয় থেকে বিস্ফোরক মমতা

advertisement

একই সঙ্গে কংগ্রেসেরও সমালোচনা করেন তিনি৷ অভিযোগ করেন, বিজেপি বা কংগ্রেস, কেউই মেঘালয়ের মানুষের বন্ধু না৷ এমন কি, সিপিএমের বিরুদ্ধে আন্দোলনের জন্য কংগ্রেস তাঁকে বহিষ্কার করেছিল, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূলনেত্রী৷ তিনি দাবি করেন, ২০২৪-এ তৃণমূলই বিজেপি-কে দিল্লির ক্ষমতা থেকে সরাবে৷

advertisement

আরও পড়ুন: ৪! সংখ্যা বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! বিরাট চ্যালেঞ্জ তৃণমূল শীর্ষ নেতার

এর কিছুক্ষণের মধ্যে মেঘালয়ে দাঁড়িয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধি৷ তিনি বলেন, 'আপনারা তৃণমূলের ইতিহাস জানেন৷ বাংলায়ী কীভাবে হিংসা চলছে, একের পর এক দুর্নীতি হচ্ছে, সে খবরও আপনাদের কাছে আছে৷ ওদের ঐতিহ্য সম্পর্কে আপনারা অবহিত৷ তৃণমূল গোয়ায় গিয়ে প্রচুর টাকা খরচ করেছে৷ উদ্দেশ্য ছিল বিজেপি-কে সাহায্য করা৷ এখানেও তৃণমূল বিজেপি-কে শক্তিশালী করতেই এসেছে৷ বিজেপি-র জয় নিশ্চিত করাই ওদের একমাত্র লক্ষ্য৷'

advertisement

যদিও রাহুল গান্ধিকে জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ তাঁর পাল্টা অভিযোগ, 'বিভিন্ন রাজ্যে কংগ্রেসের জনপ্রতিনিধিরা কীভাবে বিজেপি-র কাছে বিক্রি হয়ে যাচ্ছে গোটা দেশ দেখছে৷ ২০১৪ সালে যদি কংগ্রেস ২জি, কোলগেট কেলেঙ্কারি করে ৪৫০ থেকে ৪৪-এ নেমে না আসত, দেশের মানুষকে এই দুর্দিন দেখতে হত না৷ লোকসভা, রাজ্যসভায় কংগ্রেসের অনেক কাজকর্মে প্রমাণ হয় যে কংগ্রেস বিজেপি-কেই সাহায্য করছে৷ মধ্যপ্রদেশ, কর্ণাটকে কী হয়েছিল? তৃণমূলই একমাত্র দল যারা বিজেপি-র চোখে চোখ রেখে লড়ছে৷ নিজের দলকে মজবুত করে তারপর তৃণমূলের দিকে তাকাবেন৷'

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সব আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023) এখানে খবর

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Attacks TMC: মমতার আক্রমণের জবাব, মেঘলায়ে ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে তুলোধনা রাহুল গান্ধির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল