TRENDING:

‘রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের রক্ষা করা, দাবিয়ে রাখা নয়’: রাষ্ট্রপতি ভবনে রাহুল গান্ধি

Last Updated:

দেশে চলছে অরাজকতা ৷ আরএসএসকে তীব্র সমালোচনা ৷ জেএনইউ, কানহাইয়া কুমার ও গত দু’দিনের পাতিয়ালা কোর্টের অশান্তি নিয়ে মুখ খুললেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে চলছে অরাজকতা ৷ আরএসএসকে তীব্র সমালোচনা ৷ জেএনইউ, কানহাইয়া কুমার ও গত দু’দিনের পাতিয়ালা কোর্টের অশান্তি নিয়ে মুখ খুললেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে এই মর্মে স্মারকপত্রও জমা দেন রাহুল গান্ধি ৷ রাষ্ট্রুতি ভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, ‘দেশ প্রেম আমার রক্তে রয়েছে ৷ দেশভক্তি আমার হৃদয়ে ৷ দেশটা অনেক বড় ৷ তাই দেশএর ভাবনা, অনুভূতি সারা দেশে এক নয় ৷ রাষ্ট্রকে সেটা বুঝতেই হবে ৷ সরকারের কাজ সাধারণের পাশে দাঁড়ানোর, সাধারণের কণ্ঠ দাবিয়ে রাখা নয় ৷’
advertisement

কথায় কথায়, আরএসএসকে সমালোচনা করতেও ছাড়লেন না রাহুল গান্ধি ৷ রাহুল স্পষ্টই জানান, ‘দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে মোদি সরকারে বিরুদ্ধে মুখ খুললেই সরকার পক্ষ তা দাবিয়ে দিচ্ছে ৷ এই পরিস্থিতি একেবারেই অভিপ্রেত নয় ৷ কংগ্রেস এটা মেনে নেবে না ৷ গত কয়েকদিন ধরে যা চলছে ৷ কখনও সাংবাদিকদের মারধর, আদালত চত্বরে অশান্তি৷ গোটা বিশ্বের কাছে ভারতের ছবি নষ্ট হচ্ছে ৷ এটা কখনই মেনে নেবে না কংগ্রেস !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
‘রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের রক্ষা করা, দাবিয়ে রাখা নয়’: রাষ্ট্রপতি ভবনে রাহুল গান্ধি