এসআইআর নিয়ে আলোচনা চলাকালীন এ দিন এই অভিযোগ করেন রাহুল৷ বিরোধী দলনেতার আরও অভিযোগ, নির্বাচন কমিশন আর স্বাধীন ভাবে কাজ করছে না এবং কেন্দ্রের ক্ষমতাসীন দলের সঙ্গে তারা হাত মিলিয়েছে৷
রাহুল বলেন, ‘নির্বাচনের ফলকে প্রভাবিত করার জন্য ক্ষমতার কাছে নত হয়েছে নির্বাচন কমিশন৷ ভারতীয় গণতন্ত্রকে অপমান করার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে৷’ তিনি আরও অভিযোগ করেছেন, ভোট প্রক্রিয়া সংস্কারের নামে কেন্দ্র যা শুরু করেছে তাতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলিই আরও দুর্বল হয়ে পড়ছে৷ নির্বাচন কমিশনারকে নিয়োগ করার কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফের প্রশ্ন তুলেছেন রাহুল৷ বিরোধী দলনেতার দাবি, ২০২৩ সালে নেওয়া এই সিদ্ধান্তের ফলে নির্বাচন কমিশন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে৷ তাঁর অভিযোগ, নতুন আইনে পদে থাকাকালীন কোনও নির্বাচন কমিশনারকেই শাস্তি দেওয়া যাবে না৷
advertisement
এসআইআর নিয়েও ফের একবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি৷ তাঁর অভিযোগ, ‘এসআইআর চলাকালীন যে অনিয়মগুলি ধরা পড়েছে সেগুলির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করারই গভীর ষড়যন্ত্রই ধরা পড়ে গিয়েছে৷ বিরোধী দলনেতা বলেন, এইভাবেই আপনারা মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহারে ভোটে জিতছেন৷ বিহারে এসআইআর-এর পর ১.২ লক্ষ ডুপ্লিকেট ছবি ধরা পড়েছে৷’
