TRENDING:

রাজধানীতে লঙ্কাকাণ্ড! রাহুলের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, তোলপাড় রাজনীতি

Last Updated:

Rahul Gandhi: মধ্যপ্রদেশের 'ভারত জোড়ো যাত্রা'র সভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধি। সেখানেই বিজেপি এবং সংঘ পরিবারের সমালোচনা করতে জয় শ্রী রাম স্লোগানের প্রসঙ্গ তোলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রামায়ণ সংক্রান্ত মন্তব্যকে ঘিরে জাতীয় রাজনীতিতে রীতিমতো লঙ্কাকাণ্ড! মাল্লিকাজুর্ন খাড়গের "রাবণ" মন্তব্যের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রাহুল গান্ধির "জয় শ্রী রাম" মন্তব্য। গতকাল মধ্যপ্রদেশের 'ভারত জোড়ো যাত্রা'র সভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধি। সেখানেই বিজেপি এবং সংঘ পরিবারের সমালোচনা করতে জয় শ্রী রাম স্লোগানের প্রসঙ্গ তোলেন তিনি। বিজেপি এবং সংঘ পরিবারের স্লোগান 'জয় শ্রী রাম'। রাহুল গান্ধির দাবি, এর থেকেই স্পষ্ট, বিজেপি এবং আরএসএস মহিলা বিরোধী। রাহুলের এই মন্তব্যের পরেই তাঁকে ভোট রাজনীতির জন্য হিন্দু বা 'মরশুমি হিন্দু' বলে কটাক্ষ করে বিজেপি। আজ রাহুলের মন্তব্যের ব্যাখ্যা দেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল।
রাহুলের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়
রাহুলের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়
advertisement

আরও পড়ুন: বলুন তো জল কেন 'ভেজা' হয়? উত্তর খুঁজে হয়রান ৯৯ শতাংশ মানুষ! আপনি জানলে কিন্তু আপনিই সেরা!

গতকাল রাহুল গান্ধি বলেন, "রামচন্দ্র যেভাবে জীবন যাপন করেছিলেন সেভাবে জীবন যাপন করে না বিজেপি ও আরএসএস।" তাঁর কথায়, "ওরা তো জয় সীতারাম বা জয় সিয়া রাম বলতেই পারে না। কারণ ওদের সংঘটনে মহিলা সদস্য নেই। ওদের সংঘটনে সীতা তো নেই। তাহলে কীভাবে জয় সিয়া রাম বা 'জয় সীতারাম' বলবে? সীতাকে তো বের করে দিয়েছে। আমাদের আরএসএস বন্ধুদের বলব, জয় শ্রী রামের সঙ্গে সঙ্গে জয় সিয়া রাম, হে রাম ও বলুন। সীতাকে অপমান করবেন না।"

advertisement

রাহুলের এই মন্তব্যের পরেই কটাক্ষ করে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাহুল গান্ধিকে কটাক্ষ করে বলেন, "আমাদের জ্ঞান দেওয়ার দরকার নেই। ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু দেবদেবীদের সম্পর্কে জানতে রাহুল গান্ধিকে আরও চারবার জন্ম নিতে হবে।" কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "মোগলদের ভয় পেয়েছেন যাঁরা, তাঁরাই ধর্মান্তরিত হয়েছেন। আমরা তো কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর পুজো করি। ফলে আমাদের জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই।"

advertisement

আরও পড়ুন: আপনার শরীরে 'এই' সমস্যাগুলি নেই তো? তাহলে কিন্তু 'ফুলকপি' খেলে মহাবিপদ! এই শীতে সতর্ক হন!

বিজেপির প্রবল সমালোচনার মুখে সরব হন গান্ধি পরিবার ঘনিষ্ট কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রায় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন রাহুল গান্ধি। ভারত জোড়ো যাত্রা দেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, বিজেপি আতঙ্কিত হয়ে পড়েছে এবং রাহুল গান্ধিকে আক্রমণ করতে ভিত্তিহীন অভিযোগ করছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজীব চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজধানীতে লঙ্কাকাণ্ড! রাহুলের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, তোলপাড় রাজনীতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল