আরও পড়ুন: বলুন তো জল কেন 'ভেজা' হয়? উত্তর খুঁজে হয়রান ৯৯ শতাংশ মানুষ! আপনি জানলে কিন্তু আপনিই সেরা!
গতকাল রাহুল গান্ধি বলেন, "রামচন্দ্র যেভাবে জীবন যাপন করেছিলেন সেভাবে জীবন যাপন করে না বিজেপি ও আরএসএস।" তাঁর কথায়, "ওরা তো জয় সীতারাম বা জয় সিয়া রাম বলতেই পারে না। কারণ ওদের সংঘটনে মহিলা সদস্য নেই। ওদের সংঘটনে সীতা তো নেই। তাহলে কীভাবে জয় সিয়া রাম বা 'জয় সীতারাম' বলবে? সীতাকে তো বের করে দিয়েছে। আমাদের আরএসএস বন্ধুদের বলব, জয় শ্রী রামের সঙ্গে সঙ্গে জয় সিয়া রাম, হে রাম ও বলুন। সীতাকে অপমান করবেন না।"
advertisement
রাহুলের এই মন্তব্যের পরেই কটাক্ষ করে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাহুল গান্ধিকে কটাক্ষ করে বলেন, "আমাদের জ্ঞান দেওয়ার দরকার নেই। ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু দেবদেবীদের সম্পর্কে জানতে রাহুল গান্ধিকে আরও চারবার জন্ম নিতে হবে।" কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "মোগলদের ভয় পেয়েছেন যাঁরা, তাঁরাই ধর্মান্তরিত হয়েছেন। আমরা তো কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর পুজো করি। ফলে আমাদের জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই।"
আরও পড়ুন: আপনার শরীরে 'এই' সমস্যাগুলি নেই তো? তাহলে কিন্তু 'ফুলকপি' খেলে মহাবিপদ! এই শীতে সতর্ক হন!
বিজেপির প্রবল সমালোচনার মুখে সরব হন গান্ধি পরিবার ঘনিষ্ট কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রায় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন রাহুল গান্ধি। ভারত জোড়ো যাত্রা দেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, বিজেপি আতঙ্কিত হয়ে পড়েছে এবং রাহুল গান্ধিকে আক্রমণ করতে ভিত্তিহীন অভিযোগ করছে।"
রাজীব চক্রবর্তী