ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি...একাধিক জালিয়াতির ঘটনায় বিব্রত নরেন্দ্র মোদির সরকার । তার মধ্যেই অস্বস্তি বাড়িয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন । মুরলীমনোহর যোশীর নেতৃত্বাধীন সংসদীয় কমিটিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ২০০৬-০৮ সালের মধ্যে অর্থনৈতিক অগ্রগতি শক্তিশালী ছিল । পরিকাঠামো ও শক্তি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প সময়মতো ও বাজেটের মধ্যেই শেষ হয় । সে সময় বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের ঘটনা ঘটেছিল ।
advertisement
সংসদীয় কমিটিকে পাঠানো চিঠিতে বড়সড় বোমা ফাটিয়েছেন রাজন। তা আবার কার্যত বিজেপিকেই অস্বস্তিতে ফেলেছে। রাজন আরও লিখেছেন, ‘আমি যখন গভর্নর ছিলাম তখন রিজার্ভ ব্যাঙ্ক জালিয়াতি ধরতে নজরদারি কমিটি গড়েছিল। যাতে যে কোনও প্রতারণার আভাস আগেভাগেই পাওয়া যায়। আমি বড়মাপের জালিয়াতদের তালিকা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছিলাম । তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম । কিন্তু এ ব্যাপারে কোনও অগ্রগতির কথা জানা নেই ।’
রাজনের চিঠি সম্পর্কে প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, জালিয়াতদের সম্পর্কে জেনেও প্রধানমন্ত্রী কেন ব্যবস্থা নেননি ? তিনি ক্ষমতায় আসার সময় এনপিএ ছিল ২.৮৩ লক্ষ কোটি টাকা । এখন তা বেড়ে হয়েছে ১২ লক্ষ কোটি টাকা ।
সব মিলিয়ে সংসদীয় কমিটিকে পাঠানো রঘুরাম রাজনের চিঠি প্রকাশ্যে আসায় বিজেপির অস্বস্তি আরও বাড়ল ।