TRENDING:

রাফায়েল ডিল সঠিক পথেই এগোচ্ছে : ফ্রাঁসোয়া ওলান্দ

Last Updated:

এবারের ভারতে সফরে ৬০,০০০ কোটি টাকার রাফায়েল ডিল হওয়ার সম্ভাবনা নেয় ৷ এমনটাই বারতে আসার আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ ৷ কিন্তু সঠিক পথেই এগোচ্ছে রাফায়েল ডিল বলেও আশ্বাস দিয়েছেন ওলান্দ ৷ তিনি বলেন, ‘ভারতে এবং ফ্রান্সের জন্য রাফায়েল ডিল খুব গুরুত্বপূর্ণ ৷ এর জেরে দু’দেশের মধ্যে শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়বে ৷ এই চুক্তি সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা একদম সঠিক পথেই এগোচ্ছি ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবারের ভারতে সফরে ৬০ হাজার কোটি টাকার রাফায়েল ডিল সাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই ৷ এমনটাই ভারতে আসার আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ ৷ কিন্তু রাফায়েল ডিল সঠিক পথেই এগোচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন ওলান্দ ৷ তিনি বলেন, ‘ভারত এবং ফ্রান্সের জন্য রাফায়েল ডিল খুব গুরুত্বপূর্ণ ৷ এর জেরে দু’দেশের মধ্যে শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়বে ৷ এই চুক্তি সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা একদম সঠিক পথেই এগোচ্ছি ৷’
advertisement

ভারতে ও ফ্রান্সের মধ্যে ৩৬ টি রাফায়েল জেট কেনার কথা চলছে ৷ গত বছর এপ্রিল মাসে ফ্রান্স সফরে গিয়ে একথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এখনও দরাদরি অব্যাহত থাকায় স্বাক্ষরিত হয়নি ডিলটি ৷ এই বিষয়ে আলোচনা করতে দিল্লিতে আসছে ফ্রান্সের একটি টিম ৷

বাংলা খবর/ খবর/দেশ/
রাফায়েল ডিল সঠিক পথেই এগোচ্ছে : ফ্রাঁসোয়া ওলান্দ