TRENDING:

পাকিস্তানের সঙ্গে ‘যুদ্ধ’ আবহে শক্তি বাড়াল রাফায়েল

Last Updated:

সাড়ে তিন বছরের আলাপ আলোচনার পর্যন্ত অবশেষে ফ্রান্সের সঙ্গে ৭.৮ বিলিয়ন ইউরোর রাফায়েল ডিল সাক্ষর করল ভারত ৷ এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের থেকে মোট ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷ প্রায় ৫৯ হাজার কোটি টাকা খরচ করে এই বিমানগুলি কেন কিনছে ভারত?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাড়ে তিন বছরের আলাপ আলোচনার পর্যন্ত অবশেষে ফ্রান্সের সঙ্গে ৭.৮ বিলিয়ন ইউরোর রাফায়েল ডিল সাক্ষর করল ভারত ৷ এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের থেকে মোট ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷ প্রায় ৫৯ হাজার কোটি টাকা খরচ করে এই বিমানগুলি কেন কিনছে ভারত?
advertisement

প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় নিজেদেরকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ ভারতের ৷ রাফায়েল ডিল ভারতের জন্য এক ধরনের গেম চেঞ্জার ৷ ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী বলে মানা হয় ৷ রাফায়েল বিমানগুলি হাতে পেলে সাউথ এশিয়ায় সবথেকে শক্তিশালী হয়ে ওঠবে ভারতের সমর শক্তি ৷ রাফায়েল ভারতের সমরাস্ত্রের ভান্ডারে রাফায়েল যুক্ত হলে ভারতের সামরিক শক্তি বেড়ে যাবে কয়েক গুণ ৷

advertisement

কি করতে পারে রাফায়েল?

১৫০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে এয়ার টু এয়ার মিসাইল ছুঁড়তে পারে এই রাফায়েল যুদ্ধ বিমান ৷ অর্থাৎ ভারতীয় সীমারেখার মধ্যে থেকেও পাকিস্তানের অভ্যন্তরে কোনও নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে কিংবা আরও উত্তর এবং পূর্ব সীমান্তের কোনও স্থানে থাকা লক্ষ্যবস্তুর উদ্দেশ্য মিসাইল ছুঁড়তে পারে রাফায়েল ৷

ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার এয়ারক্র্যাফ্ট রাফায়েল ৷ এয়ার সুপিরিয়রিটি, আকাশপথে রেইকি, গ্রাউন্ড সার্পোটই প্রধান দায়িত্ব রাফালের ৷ মোট ৯৫০০ কেজি অস্ত্র বহনে সক্ষম এক একটি রাফায়েল ৷ অস্ত্র বহনের জন্য ১৪টি হার্ডপয়েন্ট রয়েছে এই জেটে ৷ আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি মিসাইল বহনে সক্ষম এই ফ্রেঞ্চ যুদ্ধ বিমান ৷ স্মার্ট বম্ব বা ক্লাস্টার বম্ব বহনেও সক্ষম ৷ বহন করতে পারে পরমাণু অস্ত্রও ৷

advertisement

এক নজরে দেখে নিন রাফালের বৈশিষ্ট্য:-

- চালক: ১

- দৈর্ঘ্য: ৫০.১ ফুট

- উচ্চতা: ১৭.৫ ফুট

- ডানার দৈর্ঘ্য: ৩৫.৪ ফুট

- সর্বোচ্চ গতি: ঘণ্টায় ১৯১২ কিমি

- রেঞ্জ: ৩৭০০ কিমি

- ইঞ্জিন: ২টি M88-2 টার্বোফ্যান ইঞ্জিন

- ৪৭০০ কেজি জ্বালানি বহনে সক্ষম

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

- রেডার: অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারায় বা AESA রেডার

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তানের সঙ্গে ‘যুদ্ধ’ আবহে শক্তি বাড়াল রাফায়েল