রবিবার তিন দিনের সফরে ভারতে আসেন ফ্রাঁসোয়া ওলান্দ ৷ চন্ডীগড়ে বিভিন্ন জায়গা এক সাথে ঘুরে দেখেন দু’দেশের রাষ্ট্রনেতারা ৷ এরপর এদিন সকালে হায়দরাবাদ হাউসে বৈঠকে বলেন মোদি ও ওলান্দ ৷ বেশ কয়েকদিন ধরেই দু’দেশের মধ্যে রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল ৷ কিন্তু আর্থিক কারণে তা পিছিয়ে যাচ্ছিল ৷ গত বছর এপ্রিল মাসে ফ্রান্স সফরে গিয়ে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার দু’দেশের মধ্যে বিস্তারিত আলেচনার পর ৬০ হাজার কোটি টাকার রাফায়েল চুক্তি সম্পন্ন হয় ৷ পাশাপাশি ভারতে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথাও ঘোষণা করেন ওলান্দ ৷ এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ১২ টি মউ সাক্ষরিত হয়েছে দু’দেশএর মধ্যে ৷ রাফায়েল চু্ক্তি নিয়ে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘রাফায়েল কেনার ক্ষেত্রে কিছু আর্থিক সমস্যা আছে ৷ এছাড়া চুক্তি বাস্তবায়িত হতে কোনও বাধা নেই’৷ এর জেরে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষীক সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
advertisement