TRENDING:

Radhika Yadav Update: টেনিস প্লেয়ার রাধিকা খুনে এবার সামনে একটা ভিডিও! একটি ছেলের কাঁধে মাথা...কোন ঘটনা ট্রিগার করেছিল ওর বাবাকে?

Last Updated:

পুলিশ জানিয়েছে, এরই মাঝে মেয়ে রাধিকার ইনস্টাগ্রাম রিল করা, এবং সম্প্রতি একটি গানের ভিডিয়োয় ফিচার হওয়াতেও তীব্র আপত্তি ছিল দীপকের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: জাতীয় স্তরের খেলোয়াড়৷ মাত্র ২৫ বছর বয়সে যাঁর জীবন শেষ করে দিল তাঁর বাবা৷ তবে মেয়েকে খুনের পিছনে ঠিক কোনটা ট্রিগার ছিল? গ্রামের লোকের মন্তব্য? মেয়ের চরিত্র? নাকি রাধিকা যাদবের সদ্য প্রকাশিত একটা মিউজিক ভিডিও৷ পুলিশ জানাল আসল কারণ৷ রাধিকা যাদবের খুনের তদন্তে সামনে এসছে একটি ভিডিও প্রসঙ্গও৷ যে ভিডিও ঘিরে মাথায় আগুন চলে গিয়েছিল রাধিকার বাবার মাথায়৷ বারবার মেয়েকে ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার কথা বললেও রাধিকা তা শোনেনি৷
News18
News18
advertisement

মেয়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বাধীনতার প্রতি বিরক্তি তৈরি হচ্ছিল প্রাক্তন ব্যাঙ্ক কর্মী দীপকের৷ বিশেষ করে রাধিকা যখন গুরুগ্রামের সেক্টর ৫৭ এ তঁর নিজস্ব টেনিস অ্যাকাডেমি তৈরি করেছিল৷ পুলিশকে দীপক জানিয়েছে, তাঁর গ্রাম ওয়াজিরাবাদে তাঁকে লোকজন খোঁটা দিত, যে সে মেয়ের টাকাতে খাচ্ছে৷ বিষয়টাতে সে প্রচণ্ড অপমানিত বোধ করত৷ সেই কারণে মেয়েকে অ্যাকাডেমি বন্ধ করার জন্য জোর দিচ্ছিলেন তিনি৷

advertisement

আরও পড়ুন: ‘মেয়ের পয়সায় খায়!,’ টেনিস প্লেয়ার রাধিকা খুনে ভয়ঙ্কর স্বীকারোক্তি বাবার! কী ভাবে মেরেছে, বলল সব

পুলিশ জানিয়েছে, এরই মাঝে মেয়ে রাধিকার ইনস্টাগ্রাম রিল করা, এবং সম্প্রতি একটি গানের ভিডিয়োয় ফিচার হওয়াতেও তীব্র আপত্তি ছিল দীপকের৷

একজন ইনডিপেন্ডেন্ট শিল্পী INAAM ‘কারওয়াঁ’ নামের একটি গানের ভিডিও তৈরি করেছিল৷ যার প্রডিউসার ছিলেন জিশান আহমেদ নামের এক ব্যক্তি৷ LLF রেকর্ডস থেকে তা প্রকাশিত হয়৷ এই ভিডিয়োয় গায়কের কাঁধে মাথা রাখতে দেখা গিয়েছিল রাধিকাকে৷ অভিযোগ, এই ভিডিও নিয়েও নাকি কথা শুনতে দেখা হয়েছিল রাধিকার বাবা দীপককে৷

advertisement

আরও পড়ুন: মেয়েকে যখন পর পর গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে বাবা! মা তখন কোথায়? পুলিশ যা জানাল মর্মান্তিক

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

টানা কয়েক মাস ধরে চলা এই টানাপড়েনে এই ভিডিওটিই দীপককে ট্রিগার করে বলে মনে করছেন অনেকে৷ কিন্তু, পুলিশের বক্তব্য সেটা নয়৷ পুলিশ জানাচ্ছে, ভিডিও নয়, খুনের দিন সকালে অ্যাকাডেমি বন্ধ করা নিয়ে বচসা হচ্ছিল রাধিকা ও তাঁর বাবা দীপকের৷ তার মাঝেই মুহূর্তের রাগের চোটে দীপক মেয়ের উপরে গুলি চালায়৷ যদিও গোটা বিষয়টি পরিষ্কার নয় এখনও৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav Update: টেনিস প্লেয়ার রাধিকা খুনে এবার সামনে একটা ভিডিও! একটি ছেলের কাঁধে মাথা...কোন ঘটনা ট্রিগার করেছিল ওর বাবাকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল