মেয়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বাধীনতার প্রতি বিরক্তি তৈরি হচ্ছিল প্রাক্তন ব্যাঙ্ক কর্মী দীপকের৷ বিশেষ করে রাধিকা যখন গুরুগ্রামের সেক্টর ৫৭ এ তঁর নিজস্ব টেনিস অ্যাকাডেমি তৈরি করেছিল৷ পুলিশকে দীপক জানিয়েছে, তাঁর গ্রাম ওয়াজিরাবাদে তাঁকে লোকজন খোঁটা দিত, যে সে মেয়ের টাকাতে খাচ্ছে৷ বিষয়টাতে সে প্রচণ্ড অপমানিত বোধ করত৷ সেই কারণে মেয়েকে অ্যাকাডেমি বন্ধ করার জন্য জোর দিচ্ছিলেন তিনি৷
advertisement
পুলিশ জানিয়েছে, এরই মাঝে মেয়ে রাধিকার ইনস্টাগ্রাম রিল করা, এবং সম্প্রতি একটি গানের ভিডিয়োয় ফিচার হওয়াতেও তীব্র আপত্তি ছিল দীপকের৷
একজন ইনডিপেন্ডেন্ট শিল্পী INAAM ‘কারওয়াঁ’ নামের একটি গানের ভিডিও তৈরি করেছিল৷ যার প্রডিউসার ছিলেন জিশান আহমেদ নামের এক ব্যক্তি৷ LLF রেকর্ডস থেকে তা প্রকাশিত হয়৷ এই ভিডিয়োয় গায়কের কাঁধে মাথা রাখতে দেখা গিয়েছিল রাধিকাকে৷ অভিযোগ, এই ভিডিও নিয়েও নাকি কথা শুনতে দেখা হয়েছিল রাধিকার বাবা দীপককে৷
টানা কয়েক মাস ধরে চলা এই টানাপড়েনে এই ভিডিওটিই দীপককে ট্রিগার করে বলে মনে করছেন অনেকে৷ কিন্তু, পুলিশের বক্তব্য সেটা নয়৷ পুলিশ জানাচ্ছে, ভিডিও নয়, খুনের দিন সকালে অ্যাকাডেমি বন্ধ করা নিয়ে বচসা হচ্ছিল রাধিকা ও তাঁর বাবা দীপকের৷ তার মাঝেই মুহূর্তের রাগের চোটে দীপক মেয়ের উপরে গুলি চালায়৷ যদিও গোটা বিষয়টি পরিষ্কার নয় এখনও৷