TRENDING:

Rachana Banerjee: প্রথম বার লোকসভায়, সংসদে পা দিয়েই 'শিক্ষক' হিসেবে কাকে বাছলেন রচনা?

Last Updated:

হুগলি লোকসভা কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথম বার লোকসভায় পা রেখেছেন রচনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এবারই প্রথম লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ সাংসদ হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি৷ কিন্তু সংসদের জটিল নিয়মকানুন, খুঁটিনাটিও মন দিয়ে শিখতে চান রচনা৷ তাই শিক্ষক হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল সাংসদদের মধ্যে অভিজ্ঞতার দিক দিয়ে সবথেকে সিনিয়র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷
রচনা বন্দ্যোপাধ্যায়৷
রচনা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

রচনা নিজেই জানিয়েছেন, লোকসভায় সাংসদ হিসেবে দায়িত্বপালন করতে গেলে কী কী নিয়মকানুন রয়েছে, সংসদে প্রশ্নই বা করতে হয় কীভাবে, এসব শেখানোর জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছেই আবদার করেছেন তিনি৷ আর এমন আগ্রহী ছাত্রী পেয়ে খুশি সুদীপও৷

রচনা যে তাঁর কাছে এই আবদার করেছেন, তা স্বীকার করে নিয়েছেন সুদীপ৷ তৃণমূলের লোকসভার দলনেতার কথায়, এই যে আগ্রহটা ওর মধ্যে রয়েছে, ‘ও প্রথম থেকে শেখার চেষ্টা করছে, এটা ভাল৷ যাঁদের মধ্যে এটা থাকে, তারা সফল হয়৷’

advertisement

আরও পড়ুন: রেলে PNR-এর মানে কী? ফুল ফর্ম বলতে পারবেন না অধিকাংশ মানুষই

তবে সুদীপের অতীত অভিজ্ঞতা অবশ্য ভাল নয়৷ কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ নিজেই জানিয়েছেন, গতবার মিমি চক্রবর্তী, নুসরত জাহানরাও তাঁর কাছে সংসদের নিয়মাবলী শিখতে চেয়েছিলেন, কিন্তু তার পরে আর সেভাবে আগ্রহ দেখাননি তাঁরা৷ সুদীপের কথায়, ‘নুসরতও বলেছিল শিখবে, পরে আর আসেনি৷  রচনা সেটা করবে না৷ সংসদ তো মাত্র তিন মাস হয়, খুব বেশি হলে সারা বছরে হয়তো একশো দিন চলে৷ না আসার তো কিছু নেই৷’

advertisement

হুগলির সাংসদ রচনার কথায়, ‘আমার একশো শতাংশ ইচ্ছে আছে কাজ করার, শেখার৷ হুগলি জেলা আমার উপরে ভরসা রেখেছে, আমার সেই ভরসার মর্যাদা রাখতে হবে৷ আমি নতুন এসেছি, একটাই লক্ষ্য কাজ করতে হবে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে রচনা বলেন, ‘আজকে দাদা যা বক্তব্য রাখলেন, সবাই মোহিত হয়ে গিয়েছে৷ ওনার যা অভিজ্ঞতা, সেটাই স্বাভাবিক৷ তাই আমি সুদীপদার কাছ থেকেই শিখতে চাই৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rachana Banerjee: প্রথম বার লোকসভায়, সংসদে পা দিয়েই 'শিক্ষক' হিসেবে কাকে বাছলেন রচনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল