বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা ৷ প্রতিদিনই রাজনৈতিক ময়দানে চড়ছে উত্তেজনার পারদ ৷ লোকসভা ভোটের মুখে অবশেষে নীরবতা ভেঙে নিজের ব্লগেই মনের কথা উজাড় করে দিয়েছেন আডবানি ৷ তিনি লিখেছেন,
‘রাজনৈতিক প্রতিপক্ষকে কখনও শত্রু ভাবেনি বিজেপি ৷ দলের জন্মলগ্ন থেকে এমন মনোভাব ছিল না ৷ এটাই খুব গুরুত্বপূর্ণ সময় যখন বিজেপির পিছনে ফিরে দেখা উচিত ৷ তারপর নিজের অন্দরে উঁকি দিয়ে আগামীর দিকে এগিয়ে যাওয়া উচিত ৷’
advertisement
আডবানীর দীর্ঘদিনের নির্বাচনী কেন্দ্র গান্ধিনগর থেকে ২০১৯ নির্বাচনে লড়ছেন বর্তমান বিজেপি সভাপতি অমিত শাহ ৷ প্রার্থী পদ না পাওয়ার যন্ত্রণার থেকেও ব্লগের প্রতি ছত্রে ফুটে উঠেছে দলের বর্তমান সদস্যদের প্রতি অভিমান ৷ দলের ভিতরের গণতন্ত্র নিয়ে হতাশা ৷
বতর্মানে গেরুয়া শিবিরের জাতীয়তাবাদী আদর্শ নিয়ে প্রশ্ন তুলে আডবানি লিখেছেন,
‘রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু ভাবেনি বিজেপি ৷ দলের জন্মলগ্ন থেকে এমন মনোভাব ছিল না ৷ বিজেপির জাতীয়তাবোধ পরমতসহিষ্ণু ৷ বিরোধী কথা বললেই কেউ দেশবিরোধী নয় ৷’
বিজেপির পরিবর্তনে ব্যথিত আডবানি ৷ তুলনা টেনেছেন তাঁর সময়ে দলের নীতি ও আদর্শের সঙ্গে বর্তমানে মোদি শাহের বিজেপির ৷ নিজের ব্লগে তিনি লিখেছেন,
‘ব্যক্তিগত ও রাজনৈতিক চিন্তার স্বাধীনতা ছিল ৷ গণতন্ত্র শক্তিশালী করতে সকলে এগিয়ে আসুন ৷ তবে সবাই আরও চিন্তা করুন ৷’
ভোটের আগে বিজেপির একসময়ের পোস্টার নেতার এমন বিস্ফোরক উক্তিতে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির ৷