TRENDING:

Puri Rathyatra 2024: রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি! পুরীর রথযাত্রায় বড়সড় বিপত্তি

Last Updated:

এ বছর একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় রবিবার রথযাত্রা শুরু হতে দেরি হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরী: পুরীর রথযাত্রায় বিপত্তি৷ গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি৷ মূর্তির নীচে চাপা পড়ে আহত হয়েছেন পাঁচ জন সেবায়েত৷ আহতদের পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পুরীর রথযাত্রায় বিপত্তি৷
পুরীর রথযাত্রায় বিপত্তি৷
advertisement

১৯৭১ সালের পর এই প্রথমবার পুরীতে দু দিন ধরে পালিত হচ্ছে রথযাত্রা৷ দু দিন ধরে রথযাত্রা যেমন পুরীতে বিরল, সেরকমই মূর্তি নামাতে গিয়ে পড়ে যাওয়ার মতো বিপত্তি শেষ কবে হয়েছিল তা কেউই মনে করতে পারছেন না৷ শেষ পর্যন্ত মূর্তি গুন্ডিচা মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে৷

পুরীর রথযাত্রায় যে সেবায়েতদের উপরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে তোলা ও নামানোর দায়িত্ব থাকে, তাঁরা এ কাজে দীর্ঘদিনের অভিজ্ঞ এবং দক্ষ৷ তার পরেও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

advertisement

আরও পড়ুন: ‘নামেই ঢ্যাঁড়শ, তারও এত দাম!’ কোন কোন সবজির আগুন দামে অবাক মমতাও?

প্রতি বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়৷ তিথি অনুযায়ী এ বছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা৷ ৫৩ বছর আগে, ১৯৭১ সালে একই দিনে পড়েছিল নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা৷ শাস্ত্রীয় রীতি অনুযায়ী স্নানযাত্রার পর দিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জ্বর আসে৷ জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহদের রূপটান আয়োজিত হয়৷ একেই বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব৷

advertisement

এ বছর একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় রবিবার রথযাত্রা শুরু হতে দেরি হয়ে যায়৷ অতিক্রান্ত হয়েছে নির্ধারিত পথের সামান্য দূরত্ব৷ তাই সোমবার ভোর থেকে ফের শুরু হয়েছে রথযাত্রা৷ এদিন ভোরে মঙ্গলারতি এবং খিচুড়ি ভোগ নিবেদনের পর ফের টান পড়েছে রথের রশিতে৷ সোমবার রথ পৌঁছয় গুন্ডিচা মন্দিরে৷ এর পর আজ রীতি মেনে রথ থেকে নামানো হচ্ছিল মূর্তি৷ তখনই বিপত্তি ঘটে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত রবিবারও পুরীতে রথযাত্রা শুরু হওয়ার পর ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Puri Rathyatra 2024: রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি! পুরীর রথযাত্রায় বড়সড় বিপত্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল