TRENDING:

খালে ঠেলে ফেলে দেয় বাবা, ১ মাস পর জীবিত ফিরল মেয়ে! হত্যাকারী বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি, কেন? পঞ্জাবের ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

১ মাস আগে অভিযোগ ওঠে হাতে দড়ি বেঁধে মেয়েকে জলে ঠেলে ফেলে মেরে ফেলেছে বাবা৷ ১৭ বছরের কন্যাকে নির্মমভাবে হত্যার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে, গ্রেফতার হন বাবা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব: ১ মাস আগে অভিযোগ ওঠে হাতে দড়ি বেঁধে মেয়েকে জলে ঠেলে ফেলে মেরে ফেলেছে বাবা৷ ১৭ বছরের কন্যাকে নির্মমভাবে হত্যার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে, গ্রেফতার হন বাবা৷ কিন্তু ১ মাস পর জীবিত হয়ে ফিরে এল মেয়ে৷ কোনও গল্প নয়, এ ঘটনা ঘটেছে পঞ্জাবের ফিরোজপুরে৷ ফিরে এসে মেয়ের অনুরোধ বাবাকে ছেড়ে দেওয়া হোক৷
খালে ঠেলে ফেলে দেয় বাবা, ১ মাস পর জীবিত ফিরল মেয়ে! হত্যাকারী বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি, কেন? পঞ্জাবের ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে
খালে ঠেলে ফেলে দেয় বাবা, ১ মাস পর জীবিত ফিরল মেয়ে! হত্যাকারী বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি, কেন? পঞ্জাবের ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে
advertisement

আসল ঘটনার সূত্রপাত গত ২৯ সেপ্টেম্বর৷ অভিযুক্ত বাবা সুজিত সিংয়ের চার কন্যা৷ জানা যায় বড় মেয়েকেই জলে ঠেলে ফেলে দেয় বাবা সুজিত৷ স্কুলছুট কিশোরীকে খুন করার অভিযোগ ওঠে সুজিতের বিরুদ্ধে৷ জানা যায় মা এবং বাকি তিন বোনের চোখের সামনেই নাকি বড় মেয়েকে জলে ঠেলে ফেল দেয় বাবা৷ শিউরে ওঠার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷

advertisement

আরও পড়ুন: শীতের ‘সুপারফ্রুট’, ভিটামিন-সি-এর ভান্ডার, আমলকি খাওয়ার আগে সাবধান! কাদের মুখে তোলাও উচিত নয়, পরামর্শ দিলেন চিকিৎসক

মৃত্যুর মুখ থেকে কীভাবে ফিরে আসে কিশোরী? গত ১ মাস ধরেই বা কেন বিপাত্তা ছিলেন তিনি? রবিবার মিডিয়ার সামনে খোলসা করে তরুণী জানালেন কীভাবে জলে পড়েও বেঁচে যান তিনি৷

advertisement

তরুণী জানিয়েছে, জলের প্রবল স্রোতে ভেসে যাওয়ার সময় তার হাতের দড়ি আলগা হয়ে যায়। একসময় তার মাথা জলের মধ্যে বেরিয়ে থাকা লোহার রডে ধাক্কা লাগে৷ তখন সে সেটা ধরেই নালার পাড়ে উঠে আসে। তিনজন পথচারী তাকে জলে যন্ত্রণায় কাতরাতে দেখে উদ্ধার করে৷ যদিও এই দুই মাস তরুণী কোথায় ছিল তা সে জানাতে চায়নি৷ তবে সে বলেছে অসুস্থ ছিল এবং চিকিৎসা নিচ্ছিল।

advertisement

আরও পড়ুন: রবিবারেই সূর্য-মঙ্গলের গোচরে আদিত্য–মঙ্গল রাজযোগ! ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে ৪ রাশির, টাকার বৃষ্টি

এই ভয়াবহ ঘটনার পরও, মেয়েটি তার বাবার মুক্তির আবেদন করেছে। কাঁদতে কাঁদতে তরুণী জানায়, ‘আমার ছোট বোনদের দেখাশোনা করার কেউ নেই’৷ কিশোরীর আরও অভিযোগ, ঘটনার সময় তার বাবা নেশাগ্রস্থ ছিলেন৷ এমনকী তার মা-ই নাকি তার বাবাকে উৎসাহ দিয়েছিল কিশোরীকে হত্যা করতে৷ তবে পরিবারকেউ আর বিশ্বাস করে না কিশোরী৷ তাই পুলিশী নিরাপত্তার দাবি তার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলেজ পড়ুয়াদের অভিনব নির্মাণ! ফেলে দেওয়া প্লাস্টিক আবর্জনা দিয়ে তৈরি সেলফি জোন
আরও দেখুন

তার ফিরে আসা এবং বিস্তারিত বর্ণনার পর, পুলিশ আবার মামলাটি খতিয়ে দেখছে। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত এগোলে খুনের মামলা থেকে চেষ্টাকৃত খুনে বদলানো হতে পারে। ঘটনায় তীব্র চাঞ্চল্য পঞ্জাবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
খালে ঠেলে ফেলে দেয় বাবা, ১ মাস পর জীবিত ফিরল মেয়ে! হত্যাকারী বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি, কেন? পঞ্জাবের ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল