TRENDING:

Punjab: পঞ্জাব কংগ্রেসে কোন্দল চলছেই, এ বার মুখ্যমন্ত্রীর ভাই নির্দল প্রার্থী হওয়ার পথে

Last Updated:

Congress: মনোহর বলেছেন, চন্নি তাঁকে বলেছিলেন, কংগ্রেস তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত ভেবে দেখবে। তবে তিনি দাদাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের বার্তা মেনেই তিনি নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পঞ্জাব কংগ্রেসের অন্দরে অস্বস্তি বেড়েই চলেছে। ইতিমধ্যে বিজেপি-র সঙ্গে হাত মেলানোর বিষয়টি ইতিমধ্যে পাকা করে ফেলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তার পর বর্তমান মুখ্যমন্ত্রীর পরিবারের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির ভাই মনোহর সিং কংগ্রেসের প্রার্থী তালিকায় না থাকায় ঠিক করেছেন, তিনি নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করবেন। তিনি বাস্সি পাঠান আসন থেকে লড়াই করবেন বলে খবর পাওয়া গিয়েছে।
ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক
advertisement

মনোহরকে প্রার্থী করা হয়নি, কারণ দল ঠিক করেছে, এক পরিবার থেকে এক জনকেই প্রার্থী করা হবে, আর কাউকে না। যদিও মুখ্যমন্ত্রী চন্নি এই নিয়ে কোনও মন্তব্য করেননি। পুয়াধ এলাকায় মুখ্যমন্ত্রী চন্নির বিপুল প্রভাব রয়েছে। যে আসন থেকে মনোহর লড়বেন বলে ঠিক করেছেন, সেটিও এই এলাকার মধ্যেই পড়ে, ফলে লড়াইয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুন - সাধারণতন্ত্র দিবসে ট্যাবলো বিতর্কে এ বার মোদিকে চিঠি লিখলেন মমতা

কংগ্রেস ইতিমধ্যে ঘোষণা করেছে, ওই আসনে প্রার্থী হতে চলেছেন, বর্তমান বিধায়ক গুরপ্রীত সিং। ফতেগড় জেলার এই আসন আগেও দখলে রেখেছিল কংগ্রেস, এ বারও তাই জয়ী প্রার্থীকেই ফের নির্বাচনে দাঁড় করানো হয়েছে। চন্নির ভাই এত দিন সরকারি চাকরি করতেন। তিনি সম্প্রতি সেই চাকরি ছেড়ে এসেছেন রাজনীতিতে। পাকাপাকি ভাবে তিনি রাজনীতির ময়দানেই থাকতে চান বলে জানিয়েছেন। তবে কংগ্রেসের এই এক পরিবার, এক প্রার্থীর নীতিকে সমর্থন করেননি নভজ্যোত সিং সিধুও। তবে তিনি বলেছেন, মনোহরের সঙ্গে তিনি দেখা করেছেন, তাঁকে শান্ত করেছেন। একটি আলোচনাও হয়েছে তাঁদের মধ্যে।

advertisement

আরও পড়ুন -  জঙ্গলের মধ্যে লুকিয়ে মানুষ! এ ছবিতে মানুষের মুখ কোথায়? দিশেহারা নেটিজেনরা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মনোহর বলেছেন, চন্নি তাঁকে বলেছিলেন, কংগ্রেস তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত ভেবে দেখবে। তবে তিনি দাদাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের বার্তা মেনেই তিনি নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন। সাধারণ মানুষ চাইছে, তিনি প্রার্থী হিসাবে ভোটের ময়দানে নামুন। পরিবার থেকে তাঁর উপর কোনও চাপ দেওয়া হয়নি, সেটাও জানিয়েছেন মনোহর। একান্ত জনগণের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Punjab: পঞ্জাব কংগ্রেসে কোন্দল চলছেই, এ বার মুখ্যমন্ত্রীর ভাই নির্দল প্রার্থী হওয়ার পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল