হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পঞ্জাব, হরিয়ানা এবং কেন্দ্র শাসিত অঞ্চল চণ্ডীগড়কে প্রতি জেলার ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে আক্রান্তদের কত ক্ষতিপূরণ দিতে হবে তা নির্ণয় করতে হবে৷
সাম্প্রতিককালে মানুষের উপরে পথ কুকুরের হামলার একাধিক ঘটনা সামনে এসেছে৷ পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টেও এই ধরনের শতাধিক আবেদন জমা পড়েছিল৷ এরকমই মোট ১৯৩টি আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷
advertisement
আরও পড়ুন: বন্দে ভারতের বিরাট সুখবর বাংলায়! পুজোর ছুটিতে বুধবার থেকেই চালু ‘বিশেষ’ ট্রেন! জানুন রুট
কয়েকদিন আগেই আহমেদাবাদে নিজের বাড়ির বাইরে ওয়াঘ বকরি টি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর পরাগ দেশাই পথ কুকুরদের আক্রমণে প্রাণ হারান৷ গত সেপ্টেম্বর মাসে উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি শিশুরও কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হয়৷ কুকুরে কামড়ানোর পর বকা খাওয়ার ভয়ে প্রায় একমাস নিজের মা-বাবার থেকে বিষয়টি লুকিয়ে রেখেছিল ওই শিশু৷
বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট এক কোটি পোষ্য সারমেয় রয়েছে৷ সেখানে পথ কুকুরের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি৷
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে দেশে ৪১৪৬টি পথ কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে৷ অন্য একটি রিপোর্টে প্রকাশ, ২০১৯ সাল থেকে দেশে প্রায় দেড় কোটি কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে৷