ঘটনাটি ঘটেছে ইয়েরওয়াড়ার বিপিও-র পার্কিং লটে, বুধবার সন্ধ্যা ৬:১৫ নাগাদ। মৃত ওই মহিলার নাম শুভদা শঙ্কর কোদারে। ২৮ বছর বয়সী শুভদা কাতরাজের বাসিন্দা। অভিযুক্ত ওই হামলাকারী হলেন ৩০ বছর বয়সী কৃষ্ণ সত্যনারায়ণ কানোজা। সে শিবাজিনগরের বাসিন্দা।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা সময়, তারপর ফের অচল হবে বাংলাদেশ? পালানোর পথ পাবেন না ইউনূস! কী ঘটতে চলেছে বাংলাদেশে?
advertisement
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে সত্যনারায়ণ সকলের সামনে একটি চপার ব্যবহার করে শুভদাকে হত্যা করেছিল এবং ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেছিল।
ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত চপার চালানোর সঙ্গেসঙ্গে লোকজন তাকে ধরে ফেলে, মারধর করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। সেই টাকা নিয়েই বিরোধ বাড়ে দুজনের।
পুলিশ সূত্রে আরও খবর, মঙ্গলবার অফিসেই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য় বিনিময় হয়েছিল। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুভদা অফিস থেকে বের হয়ে পার্কিং এলাকায় পৌঁছালেই অভিযুক্ত তার পিছু নেয় এবং তার ওপর হামলা চালায়। মহিলাকে দ্রুত ইয়েরওয়াড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই তাঁর মৃত্যু হয়।