TRENDING:

Pune GBS outbreak: পুণেতে বিরল রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, কতটা ভয়ের জিবিএস? জানুন বিশদে

Last Updated:

রাজ্য সরকারের থেকে পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও৷ কেন্দ্রের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকেও পুণে পাঠানো হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণে: পুণেতে বিরল স্নায়ু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ গুলেইন বার সিন্ড্রোম নামে এই জটিল স্নায়ু রোগে আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে হয়েছে ৭৩৷ প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে শেষ চার দিনে আক্রান্তের সংখ্যা চার গুন বেড়েছে৷
পুণের হাসপাতালে বাড়ছে বিরল রোগে আক্রান্ত রোগীদের ভিড়৷
পুণের হাসপাতালে বাড়ছে বিরল রোগে আক্রান্ত রোগীদের ভিড়৷
advertisement

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ২৬ জন মহিলা৷ তাঁদের মধ্যে ১৪ জন আক্রান্ত ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন৷ পুণে শহরের তিনটি হাসপাতাল স্বাস্থ্য দফতরকে সতর্কও করেছে৷

আরও পড়ুন: নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মাটির নীচে তিন তিনটি গোপন বাঙ্কারের খোঁজ, ভিতরে কী? চমকে উঠল বিএসএফ

তবে এখনও পর্যন্ত গুলেইন বার সিন্ড্রোম বা জিবিএস-এ আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি৷ কিন্তু পুণে শহরে আচমকা কেন এত সংখ্যক মানুষ এই জটিল স্নায়ু রোগে আক্রান্ত হচ্ছেন, তার কারণ এখনও খুঁজে বের করতে পারেনি মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর৷

advertisement

ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শুরু করেছে স্বাস্থ্য দফতর৷ সাধারণ মানুষের মধ্যে কোনও সংক্রমণের উপসর্গ খুঁজে পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এই রোগ সম্পর্কেও সচেতনতা বাড়ানো হচ্ছে৷ পাশাপাশি রাজ্য সরকারের থেকে পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও৷ কেন্দ্রের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকেও পুণে পাঠানো হচ্ছে৷ মজুত করা হচ্ছে প্রয়োজনীয় ওষুধ এবং ইঞ্জেকশন৷

advertisement

গুলেইন বার সিন্ড্রোম কী?

গুলেইন বার সিন্ড্রোম এমনই একটি বিরল রোগ যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে বসে৷ ব্যাক্টেরিয়া অথবা ভাইরাস ঘটিত সংক্রমণে আক্রান্তদের এই রোগের কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে৷

এই বিরল স্নায়ু রোগে আক্রান্ত হলে যে স্নায়ুগুলির মাংসপেশীর নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেগুলি অকেজো হয়ে যায়৷ পাশাপাশি যে স্নায়ুগুলি ছোঁয়া, তাপমাত্রা এবং ব্যথার বোধ পেতে সাহায্য করে, সেই স্নায়ুগুলিও কাজ করে না৷ ফলে হাত, পা অসাড় হয়ে যায়৷ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কাও থাকে৷ নিঃশ্বাস নেওয়া এবং খাবার গিলতেও সমস্যা দেখা দেয়৷

advertisement

কী সমস্যা দেখা দেয় শরীরে?

দুই ফরাসি স্নুায়ুরোগ বিশেষজ্ঞ জর্জেস গুলেইন এবং জিন আলেক্সজান্দ্রে বার ১৯১৬ সালে প্রথম এই রোগটি আবিষ্কার করেন৷ সেই কারণেই এই রোগের নাম দেওয়া হয় গুলেইন বার সিন্ড্রোম৷ তবে এখনও গোটা পৃথিবীতেই এই রোগে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি৷ ব্যাক্টেরিয়া অথবা ভাইরাল সংক্রমণ, কোনও ভ্যাক্সিন নেওয়ার পর অথবা অস্ত্রোপচারের পর এই রোগে আক্রান্ত হন অনেকে৷ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিসক্রিয় হয়ে উঠলে এই সমস্যা দেখা দেয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

পুণের এমার্জেন্সি মেডিক্যাল এক্সপার্ট চিকিৎসক পদ্মনাভ কেসকর জানিয়েছেন, ‘হাসপাতালে রোগীদের মধ্যে কখনও কখনও আমরা এই রোগে আক্রান্তদের খোঁজ পাই৷ কিন্তু আচমকা এত বেশি সংখ্যায় মানুষ কেন এই রোগে আক্রান্ত হচ্ছেন, তা চিন্তার বিষয়৷’

বাংলা খবর/ খবর/দেশ/
Pune GBS outbreak: পুণেতে বিরল রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, কতটা ভয়ের জিবিএস? জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল