তাঁদের বাড়ির কাছেই একটি কুয়ো থেকে উদ্ধার হয়েছে দুই ভাইবোনের দেহ৷ বাড়ির ঘর থেকে পাওয়া গিয়েছে চিকিৎসক ও তাঁর স্ত্রীর ঝুলন্ত দেহ৷ তদন্তকারী পুলিশের অনুমান, প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন অতুল৷ তার পর দুই শিশুকে কুয়োয় ফেলে দিয়ে হত্যা করেন৷ এর পর বাড়িতে ফিরে ঝুলন্ত অবস্থায় রাখেন স্ত্রী পল্লবীর নিথর দেহ৷ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর তিনি নিজেও আত্মঘাতী হন বলে ধারণা পুলিশের৷
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অতুলের লেখা সুইসাইড নোট৷ সেখানে ‘স্ত্রীর অত্যাচার’-কেই এই ঘটনার পিছনে চিকিৎসক দায়ী করেছেন৷ চাঞ্চল্যকর এই ঘটনার পরবর্তী পর্যায়ের তদন্ত করছে পুলিশ৷ স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 8:11 AM IST