আজ লালুর শারীরিক কারণের দিকে নজর দিয়েই প্রভিশনাল বেল ৩ জুলাই পর্যন্ত বর্ধিত হয়েছে ৷ এমনিতেই মুখ্য বিচারপতি যদি মনে করেন তাহলে খুব গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য যে কোনও সময়ে পদক্ষপ নিতে পারেন ৷
জানা গিয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁর অর্শ্ব সংক্রান্ত চিকিৎসায় অপারেশন হওয়ার কথা ৷ এই অপরেশনের পরই হয়ত লালু তাঁর জামিনের সময় সীমা বাড়ানোর আর্জি জানাতে পারেন এবং তাই হয়েছে ৷
advertisement
এর আগে তেজপ্রতাপের বিয়ের সময়েই শারীরিক অসুস্থতার কারণে আদালত লালুর আবেদনের ব্যক্তিগত ৫০ হাজার টাকা জামিনের বিনিময়ে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে ঝাড়খন্ড হাইকোর্ট ৷ এরপরই জেল প্রশাসনের পক্ষ থেকে তাঁর অন্তবর্তীকালীন মুক্তির নির্দেশ এসেছিল ৷ আপাতত ৩ জুলাই পর্যন্ত লালু মুক্ত ৷
আরও পড়ুন : ট্রাম্পকে পাল্টা দিলেন মোদি, বাড়ল আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যসামগ্রীর শুল্ক