TRENDING:

তাণ্ডবের দায় সমাজবিরোধীদের, চাপে পড়ে বিবৃতি দিল কৃষক সংগঠনদের যৌথ মঞ্চ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দিল্লিতে দিনভর আন্দোলনের নামে তাণ্ডবের পর স্পষ্টতই ব্যাকফুটে কৃষক সংগঠনগুলি৷ এবার বিবৃতি দিয়ে রাজধানীতে তাণ্ডবের দায় সমাজবিরোধীদের ঘাড়ে চাপাল আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি যৌথ মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা৷ দিল্লিতে কৃষক আন্দোলনের নামে দিনভর যে তাণ্ডব চলেছে, বিবৃতিতে তারও নিন্দা করেছে তারা৷
advertisement

কিছু সমাজবিরোধী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ঢুকে পড়েছিল৷ কৃষক বিক্ষোভের নামে আজ দিনভর যে অবাঞ্ছিত এবং অসমর্থনযোগ্য ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা করছি এবং দুঃখ প্রকাশ করছি৷'

এই ঘটনার দায়ও এড়ানোর চেষ্টা করেছে সংযুক্ত কিসান মোর্চা৷ তাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিত ভাবে এই হিংসার ঘটনা ঘটানো হয়েছে৷ সর্বভারতীয় কৃষক সভার নেতা হান্নান মোল্লা বলেন, 'আমরা সাত মাস ধরে এই আন্দোলন চালাচ্ছি৷ তাতে গাছের একটা পাতাও ছেঁড়া হয়নি৷ আজকের এই ঘটনার পিছনে সমাজবিরোধীরা রয়েছে, যারা কেন্দ্রীয় সরকারের দালালি করছে৷ কৃষকরাই সমাজের সবথেকে শান্তিপূর্ণ মানুষ৷ এই ঘটনার জন্য তাঁরা দায়ী নন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাটিয়ালির সুরে ভাসছে জিয়াগঞ্জ! নিজের শহরের বাউল উৎসবে কী করলেন অরিজিৎ সিং?
আরও দেখুন

তবে দায় এড়াতে চাইলেও এই ঘটনায় কৃষক আন্দোলন যে অনেকটাই বড় ধাক্কা খেল, তা বলার অপেক্ষা রাখে না৷ বিরোধী দলগুলি এই ঘটনার পিছনে কেন্দ্রের গাফিলতিকে যেমন দুষছেন, একই সঙ্গে এই হিংসাকেও তারা সমর্থন করেননি৷ আন্দোলনের অন্যতম সমর্থক পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-ও প্রতিবাদী কৃষকদের দিল্লি সীমান্তে ফিরে আসতে অনুরোধ করেছেন৷ এতদিন গোটা দেশের একটা বড় অংশের সমর্থন আদায় করে নিতে পেরেছিলেন আন্দোলনকারী কৃষকরা৷ কিন্তু মঙ্গলবারের ঘটনার পর তাঁরা যথেষ্টই চাপে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তাণ্ডবের দায় সমাজবিরোধীদের, চাপে পড়ে বিবৃতি দিল কৃষক সংগঠনদের যৌথ মঞ্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল