কেন্দ্রের আনা তিন কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে চলা কৃষকদের আন্দোলনের নেতৃত্বে রয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত৷ সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করা, কৃষক আন্দোলনের কৌশল ঠিক করা-সহ বিভিন্ন ক্ষেত্রে বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি ৷ এমনকী রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাতে বঙ্গেও এসেছেন টিকাইত ৷ এ বার সেই কৃষক নেতা করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছেন ৷
advertisement
খাবার তৈরি করে প্যাকিং করে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের হাতে তা তুলে দেওয়া হচ্ছে ৷ রাকেশ টিকায়েত সেই ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "খাবারের অভাবের ভয়ে কোনও প্রবাসী ভাই পালাবেন না৷ খাবারের সব ব্যবস্থা করছে দিল্লির সব কৃষক মোর্চা৷ যে প্রবাসী শ্রমিকরা বাড়ি ফিরছেন, খাবার প্যাক করে তাঁদের কাছে পাঠানো হচ্ছে ৷" কৃষকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা ৷ পরিযায়ীদের দুর্দশার ছবি যাতে আর না-দেখতে হয়, সেই প্রার্থনাই করছে গোটা দেশ ৷
গতবছর দেশজুড়ে লকডাউন ঘোষণার পর তড়িঘড়ি নিজেদের বাড়ি ফিরতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চরম অব্যবস্থার মধ্যে পড়েন ভিনরাজ্যের শ্রমিকরা। বাস নেই, ট্রেন নেই, কাজ নেই, পেটে খাবারও নেই ৷ এই অবস্থায় কেউ হেঁটে, কেউ ট্রাকে চড়ে বেশি টাকা খরচ করে কোনোক্রমে বাড়ি ফেরেন৷ একাধিক পথ দুর্ঘটনায় মৃত্যুও হয় পরিযায়ী শ্রমিকদের।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে সেই ভয়াবহ স্মৃতি তাড়া করে ফিরছে তাঁদের। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় লকডাউন, কড়া বিধিনিষেধ, নাইট কার্ফু জারি হয়েছে ৷ তাই সিঁদুরে মেঘ দেখছেন পরিযায়ীরা। টানা ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে দিল্লিতে ৷ কোনও ঝুঁকি না-নিয়ে বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কৃষক সংগঠনগুলি ৷