advertisement
খবর পাওয়া গিয়েছে, সোমবার জাফরাবাদ ও মৌজপুর এলাকায় দুটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবাদীরা৷ দু’পক্ষের মধ্যে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই দুই এলাকার মেট্রো স্টেশনের সমস্ত গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ দিল্লি মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে সেই কথা টুইট করে জানিয়েও দেওয়া হয়েছে৷ ফলে প্রায় ২৪ ঘণ্টার জন্য এই দুই স্টেশনের মেট্রো গেট বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে খবর৷ সূত্রের খবর, ঘটনাস্থলে আগুন লাগার খবর পেয়ে এলাকায় পৌঁছে গিয়েছিল একটি দমকল৷ সেই দমকলের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ও কাঁদানে গ্যাস ছুড়তে হয় বলেও খবর পাওয়া গিয়েছে৷
ঘটনার পরেই ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি লিখেছেন, ‘দিল্লিতে শান্তি ও ঐক্য ভঙ্গ হওয়ার খুব উদ্বেগজনক খবর সকাল থেকে পাচ্ছি৷ মাননীয় লেফ্টেন্যান্ট গভর্মমেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অনুরোধ জানাই৷ কাউকেই যেন অশান্তি ছড়াতে দেওয়া না হয়৷’