TRENDING:

Narayan Rane VS Shivsena| 'মুখ্যমন্ত্রীকে চড় মারা উচিত', কু-মন্তব্যের জেরে গ্রেফতার হতে পারেন এই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

Narayan Rane VS Shivsena| 'বিজেপির মন্ত্রী নারায়ণ রানে যদিও ভুল স্বীকার করতে রাজি নন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাসিক: মুখ্যমন্ত্রীকে চড় মারা উচিত, এমন মন্তব্য করে এবার চূড়ান্ত বিপাকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তাঁর বাড়ির সামনে চড়াও হয়েছেন শিবসেনার কর্মী সমর্থকরা। পাথর ছোঁড়া হয়েছে নাসিকের বিজেপি অফিসেও। সূত্রের খব,র কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানাকে গ্রেফতারও করা হতে পারে।  ইতিমধ্যেই নাসিক পুলিশের তরফ থেকে সেই তৎপরতা শুরু করেছে বলে চাউর হয়েছে। কোনও কোনও রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে যে নাসিক পুলিশের একটি দল চিপলুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই চিপলুনেই এখন রয়েছেন রানে।
advertisement

বিজেপির মন্ত্রী নারায়ণ রানে যদিও ভুল স্বীকার করতে রাজি নন। শেষ ট্যুইটেও তিনি বলেছেন, "আমি কোনও অন্যায় করিনি। কেউ যদি আমার অবমাননা করে আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব।" এই নিয়ে মুম্বই পুলিশের তরফে এখনও একটিও শব্দ খরচ করা হয়নিয যদিও এনসিপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নবাব মালিক বলেছেন, "আইনের থেকে বড় কিছু নেই। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" শোনা যাচ্ছে শিবসেনার পক্ষ থেকে এদিন পুনেতে সন্ধ্যে ছটা নাগাদ একটি বিরাট মিছিল করার তোরজোর শুরু হয়েছে।

advertisement

advertisement

কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের পুত্র নীতেশ দাবি করেছেন, টোল প্লাজায় তাঁকে আটকানো হয়, কর্মরত পুলিশ আধিকারিক ধমক দেন তাঁকে। অন্য দিকে গোটা মহারাষ্ট্র জুড়েই জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে শিবসেনা। শোলাপুর অঞ্চলে জুতার মালা পড়ানো হয় রানের ছবিতে। নাসিকের শিবসেনারা কার্যত ভাঙচুর চালান বিজেপি অফিসে।

কংগ্রেস নেতা জিতেন্দ্র আওহাদ বলেন, "নারায়ণ রানে মুখ্যমন্ত্রী নিয়ে যে মন্তব্য করেছেন তা খুবই লজ্জার। আর তাঁর মতো একজন প্রবীণ নেতার বোঝা উচিত মুখ্যমন্ত্রিত্ব একটি সাংবিধানিক পদমর্যাদা। যে পথে তিনিও একদিন বহাল ছিলেন। ফলে এই পদের অবমাননাকর মন্তব্য আসলে গোটা রাজ্যের পক্ষেই অপমানজনক অবমাননাকর।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বিজেপি নেতা নারায়ণ রানে দাবি করেন মুখ্যমন্ত্রী নাকি স্বাধীনতা প্রাপ্তির সাল ভুলে গিয়েছেন। রানের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিতে শুরু করে শিবসেনা। শিবসেনা নেতা বিনায়ক রাউত বলছেন, মোদি সরকারকে খুশি করতে যা ইচ্ছে বলছেন রানে। তাঁকে অবিলম্বে নিষ্কৃতি দিক মোদি সরকার। কেননা তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narayan Rane VS Shivsena| 'মুখ্যমন্ত্রীকে চড় মারা উচিত', কু-মন্তব্যের জেরে গ্রেফতার হতে পারেন এই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল