১৯৯৭ সালে আজকের দিনেই ১০ জনপথে আড়ম্বরে চার হাত এক হয়েছিল প্রিয়াঙ্কা ও রবার্টের৷ প্রিয়াঙ্কা ট্যুইটারে লিখেছেন, 'কয়েক লক্ষ সুন্দর মুহূর্ত, প্রেম, চোখের জল, হাসি, ক্ষিপ্ততা, বন্ধুত্ব, পরিবার, ঈশ্বরের দুটি উপহার৷ ৬+২৩ বছর... ২৯ বছর কেটে গেল আজ এবং চলবে৷'
advertisement
বিয়ের অ্যালবাম থেকে পুরনো ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা৷ যেখানে দেখা যাচ্ছে, বিয়ের সময় তাঁকে ও রবার্ট বঢরাকে আশীর্বাদ করছেন মা সনিয়া গান্ধি৷ রয়েছেন রাহুল গান্ধিও৷ রয়েছেন রেহান ও মিরায়ারও৷
৪৮ বছরের প্রিয়াঙ্কা গান্ধি গত বছর লোকসভা ভোটের আগে রাজনীতিতে নামেন৷ তিনি কংগ্রেসের উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক৷ অনেকেই তাঁকে তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধির সঙ্গে তুলনা করে ব্যক্তিত্ব ও চলন-বলনে৷ প্রিয়াঙ্কা গান্ধিকে কংগ্রেস রাজ্যসভায় পাঠাতে বলেও জল্পনা তুঙ্গে৷