TRENDING:

প্রয়াগরাজে নৌকার হাল ধরলেন প্রিয়াঙ্কা গান্ধি ! একাই চালালেন বোট ! ভাইরাল ভিডিও

Last Updated:

আজ অর্থাৎ শনিবার প্রিয়াঙ্কা গান্ধিকে এক অন্যরূপে দেখা গেল। তিনি প্রয়াগের সঙ্গমে নৌকায় উঠলেন। প্রথমে মাঝির সঙ্গেই নৌকার দাঁড় টানছিলেন। পরে একাই নৌকার দাঁড় টেনে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: প্রিয়াঙ্কা গান্ধি বঢরা(Priyanka Gandhi Vadra)। রাজনীতির মাঠে তিনিও একের পর দাবার চাল চেলে চলেচ্ছেন। যেভাবেই যুদ্ধে জয় চায় কংগ্রেস। শুধু কংগ্রেস নয় সব দলই নিজেদের জয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগে থাকে। বিশেষ করে ভোটের আগে তাঁরা সকলেই শেষ চাল দিতে ব্যস্ত থাকেন। তবে এসবের মধ্যেই প্রিয়াঙ্কা গান্ধিকে দেখা গেল প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নান করতে। মৌনি অমাবস্যায় তিনি প্রয়াগরাজে পৌঁছে যান। সেখানে স্নান সারেন। তাঁর হাতে রুদ্রাক্ষের মালা দেখা যায়। ২০১৯ নির্বাচনের সময় থেকেই প্রিয়াঙ্কা বিভিন্ন হিন্দু পুজো ও রীতিতে অংশ নিতে দেখা যাচ্ছে। একদিকে মোদি সরকার যখন চারিদিকে রাম নামের গান করে নিজের প্রচার করছেন। অন্যদিকে হিন্দুত্বের পথেই হাঁটতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধিকে। এও কোনও এক নতুন ঘুঁটি সাজানোই বটে।
advertisement

প্রিয়াঙ্কা এবং কংগ্রেস প্রথম থেকেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এমনকি উত্তরপ্রদেশে সভা করে বলেছেন যে যদি ২০২২-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে তবে আগে তাঁরা তিন কৃষি আইন বাতিল করবেন। এসব কিছুই চলছে জোরকদমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

তার মাঝেই আজ অর্থাৎ শনিবার প্রিয়াঙ্কা গান্ধিকে এক অন্যরূপে দেখা গেল। তিনি প্রয়াগের সঙ্গমে নৌকায় উঠলেন। প্রথমে মাঝির সঙ্গেই নৌকার দাঁড় টানছিলেন। পরে একাই নৌকার দাঁড় টেনে এগিয়ে নিয়ে যেতে থাকেন। পরনে সালোয়ার কামিজ ওরনা। মুখে হাসি। ওই বোটে লাইফ জ্যাকেট পরে আরও অনেকেই রয়েছেন। তবে প্রিয়াঙ্কা লাইফ জ্যাকেট না পরেই নৌকা চালাচ্ছেন। এই ভিডিও ট্যুইটারে শেয়ার করে তিনি লেখেন, "ঢেউকে ভয় পেলে নৌকা পার হবে না, যারা চেষ্টা করে তাদের হার হয় না।" এই উক্তিটি সোহন লাল দ্বিবেদির। সে কথাও তিনি উল্লেখ করেন। মাঝিকে আলাদা ভাবে ধন্যবাদ জানান। ভিডিও বহু মানুষ দেখেছেন। যা ইতিমধ্যে ভাইরাল। প্রসঙ্গত কয়েকদিন আগেই দেখা গিয়েছিল, প্রিয়াঙ্কা নিজে হাতে গাড়ি পরিস্কার করছেন। এই সমস্ত ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। শুধু জনসভা করে যে ভাতের চাল বাড়বে না, তা বোধহয় এবার কংগ্রেসও বুঝতে শিখেছে। তাই নতুন পথে হাঁটছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াগরাজে নৌকার হাল ধরলেন প্রিয়াঙ্কা গান্ধি ! একাই চালালেন বোট ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল