প্রিয়াঙ্কা এবং কংগ্রেস প্রথম থেকেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এমনকি উত্তরপ্রদেশে সভা করে বলেছেন যে যদি ২০২২-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে তবে আগে তাঁরা তিন কৃষি আইন বাতিল করবেন। এসব কিছুই চলছে জোরকদমে।
advertisement
তার মাঝেই আজ অর্থাৎ শনিবার প্রিয়াঙ্কা গান্ধিকে এক অন্যরূপে দেখা গেল। তিনি প্রয়াগের সঙ্গমে নৌকায় উঠলেন। প্রথমে মাঝির সঙ্গেই নৌকার দাঁড় টানছিলেন। পরে একাই নৌকার দাঁড় টেনে এগিয়ে নিয়ে যেতে থাকেন। পরনে সালোয়ার কামিজ ওরনা। মুখে হাসি। ওই বোটে লাইফ জ্যাকেট পরে আরও অনেকেই রয়েছেন। তবে প্রিয়াঙ্কা লাইফ জ্যাকেট না পরেই নৌকা চালাচ্ছেন। এই ভিডিও ট্যুইটারে শেয়ার করে তিনি লেখেন, "ঢেউকে ভয় পেলে নৌকা পার হবে না, যারা চেষ্টা করে তাদের হার হয় না।" এই উক্তিটি সোহন লাল দ্বিবেদির। সে কথাও তিনি উল্লেখ করেন। মাঝিকে আলাদা ভাবে ধন্যবাদ জানান। ভিডিও বহু মানুষ দেখেছেন। যা ইতিমধ্যে ভাইরাল। প্রসঙ্গত কয়েকদিন আগেই দেখা গিয়েছিল, প্রিয়াঙ্কা নিজে হাতে গাড়ি পরিস্কার করছেন। এই সমস্ত ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। শুধু জনসভা করে যে ভাতের চাল বাড়বে না, তা বোধহয় এবার কংগ্রেসও বুঝতে শিখেছে। তাই নতুন পথে হাঁটছেন তাঁরা।